Mamata Banerjee: জোট গড়তে মঙ্গলেই দিল্লিতে বৈঠকে বিরোধীরা, সংশয়ে মমতার রাজধানী-যাত্রা

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল বিরোধীদের বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Mamata Banerjee: জোট গড়তে মঙ্গলেই দিল্লিতে বৈঠকে বিরোধীরা, সংশয়ে মমতার রাজধানী-যাত্রা
দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন বিরোধীরা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 7:45 PM

নয়া দিল্লি: সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের মধ্যেই এবার জোট মজবুত করতে ময়দানে বিরোধীরা। মঙ্গলবারই দিল্লিতে বিরোধীদের বৈঠক বসতে চলেছে। কংগ্রেস, আম আদমি পার্টি (AAP), সমাজবাদী পার্টি (SP), আরজেডি (RJD) সহ সমস্ত বিরোধী দলের নেতারাই ওই বৈঠকে বসতে চলেছেন। এমনকি ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ওই বৈঠকে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল বিরোধীদের বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে কিছুদিন আগে এককভাবে লড়াই করারই বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আবার সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে ৮ বিরোধী নেতার সঙ্গে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তৃণমূল সুপ্রিমোও ছিলেন। ফলে তাঁর দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

সূত্রের খবর, আদানি ইস্যু থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, মূল্যবৃদ্ধি সহ একাধিক জ্বলন্ত ইস্যুতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর দিন থেকেই উত্তাল হয়ে উঠেছে সংসদ। এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করেই মোদী সরকারকে কোণঠাসা করতে জোট ঐক্য গড়ে তুলতে তৎপর বিরোধীরা। তাই বাজেট অধিবেশন চলাকালীন মঙ্গলেই দিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিরোধী নেতৃত্ব। আর এই বিরোধী ঐক্যমঞ্চ থেকেই আগামী লোকসভা নির্বাচনের জোট গড়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এই বৈঠকে কংগ্রেস থেকে আপ, সমাজবাদী পার্টি, আরজেডি সহ প্রায় সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে আমন্ত্রণ পেয়েও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।

তবে এর আগে দিল্লিতে গিয়ে বিরোধী-ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিশেষ কোনও সাড়া না পাওয়ায় রাজ্যে ফিরে তিনি একলা চলারই বার্তা দেন।

কী বলেছিলেন তৃণমূল সুপ্রিমো? নবান্ন সভাঘর থেকেই ২০২৪ লোকসভা নির্বাচন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল আর মানুষের জোট হবে। আমরা ওদের কারও সঙ্গে যাব না। আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়ব। যারা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূলকে ভোট দেবে। যারা বিজেপিকে হারাতে চায় না তারা কংগ্রেস, সিপিএম-কে ভোট দেবে।”

যদিও এই একলা চলো বার্তার পরেও দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সিবিআইয়ের গ্রেফতারির ঘটনায় সরব হয় তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে অভিযোগ তুলে বিরোধীরা যে কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দেন, সেখানে সামিল হয়েছিলেন তৃণমূল সুপ্রিমোও। ৯ বিরোধী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম ছিল। ফলে এবার তিনি কোন পথে হাঁটেন, বিরোধী-জোটে সাড়া দেবেন নাকি একলা লড়াইয়েরই শপথ নেবেন, তা তাঁর আগামী কালের বৈঠকে যোগ দেওয়ার উপর অনেকাংশে নির্ভর করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।