বাদল অধিবেশনের প্রস্তুতি খতিয়ে দেখলেন নাইডু-বিড়লা, পাল্লা দিয়ে কাজ চলবে দুই কক্ষেই

Parliament Monson Session: ভেঙ্কাইয়া নাইডু এবং ওম বিড়লা আসন্ন বাদল অধিবেশন সম্পর্কিত প্রস্তুতি নিয়ে বিশদভাবে পর্যালোচনা করেন

বাদল অধিবেশনের প্রস্তুতি খতিয়ে দেখলেন নাইডু-বিড়লা, পাল্লা দিয়ে কাজ চলবে দুই কক্ষেই
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 11:23 PM

নয়া দিল্লি: আর মাত্র ১০ দিন। আগামী ১৯ জুলাই থেকে সংসদে বসতে চলেছে বাদল অধিবেশন। চলবে ১৪ অগস্ট পর্যন্ত। করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা মাথায় নিয়েই এ বারও কোভিড প্রোটোকল মেনেই অধিবেশনের আয়োজন করা হবে। তার আগে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা আসন্ন বাদল অধিবেশন সম্পর্কিত প্রস্তুতি নিয়ে বিশদভাবে পর্যালোচনা করেন। উভয় কক্ষের বরিষ্ঠ আধিকারিক এবং সচিবদের উপস্থিতিতে সংসদ অধিবেশনের প্রস্তুতি খতিয়ে দেখা হয়।

সংসদ অধিবেশন শুরুর আগে যে ১০ দিন সময় বাকি, তার মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পাল্লা দিয়ে লোকসভা ও রাজ্যসভার দু’টি কক্ষের কাজ চলবে। সংসদের উভয় কক্ষ মিলিয়ে একমাসের জায়গায় মোট ২০ দিন চলবে অধিবেশন। সংসদ সূত্রে খবর, উভয় সচিবই বিবেচনা করে সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছেন।

আরও পড়ুন: যত্রতত্র থুতু ফেলায় জরিমানা, গত ১০ মাসে ৩৩ লক্ষ টাকা আয় করেছে পুরসভা!

আগের দু’টি অধিবেশন কঠোরভাবে কোভিড প্রোটোকল মেনে হয়েছিল, এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন বাদল অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা কোভিড বিধি মেনেই পরিচালনা করা হবে। রাজ্যসভার রেকর্ড অনুসারে, ২০২ জন সাংসদকে ইতিমধ্যেই দুটি ডোজ়ের টিকা দেওয়া হয়েছে। কিন্তু শারীরিক পরিস্থিতির কারণে কেবল ৬ জন সদস্য এখনও কোনও ভ্যাকসিন নেননি। অন্যদিকে, লোকসভার রেকর্ডে অনুযায়ী, ৪৫০ জন সাংসদ ভ্যাকসিনের উভয় ডোজ নিয়ে ফেলেছেন।

আরও পড়ুন: সূচের খোঁচা ছাড়াই করোনা টিকা নিতে পারবে ছোটরা, তবে বাড়ছে ডোজ়ের সংখ্যা