Parliament Update: শীতকালীন অধিবেশনের প্রথম দিনই সংসদের দুই কক্ষে পাশ দুটি গুরুত্বপূর্ণ বিল

Winter Session of Parliament First Day: তিন রাজ্যের জয়ের পরদিনই অধিবেশন শুরু হওয়ায়, এ দিনে অধিবেশনে জয়ের রেশ যে থেকে যাবে, তা আন্দাজ করা যাচ্ছে। তবে শীতকালীন অধিবেশনের চর্চার প্রধান বিষয় হতে চলেছে মহুয়া ইস্যু। তৃণমূল কংগ্রেস নেত্রীর লোকসভার সাংসদ পদ থাকবে কি না, তা জানা যাবে এই অধিবেশনেই।

Parliament Update: শীতকালীন অধিবেশনের প্রথম দিনই সংসদের দুই কক্ষে পাশ দুটি গুরুত্বপূর্ণ বিল
ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 9:32 AM

নয়া দিল্লি: রবিবার ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। তেলঙ্গানা বাদে তিন রাজ্যেই উঠেছে গেরুয়া ঝড়। বিজেপির এই বিপুল জয়ের পরই, আজ থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২২ ডিসেম্বর অবধি চলবে অধিবেশন। তিন রাজ্যের জয়ের পরদিনই অধিবেশন শুরু হওয়ায়, এ দিনে অধিবেশনে জয়ের রেশ যে থেকে যাবে, তা আন্দাজ করা যাচ্ছে। তবে শীতকালীন অধিবেশনের চর্চার প্রধান বিষয় হতে চলেছে মহুয়া ইস্যু। তৃণমূল কংগ্রেস নেত্রীর লোকসভার সাংসদ পদ থাকবে কি না, তা জানা যাবে এই অধিবেশনেই। অন্যদিকে, এবারের অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে কেন্দ্র। সংসদের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

  1. রাজ্যসভায় পোস্ট অফিস বিল ও লোকসভায় অ্যাডভোকেট সংশোধনী বিল পাশ হওয়ার পরই এদিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন।
  2. এদিন লোকসভায় পাশ হয়েছে অ্যাডভোকেট (সংশোধনী) বিল, ২০২৩।
  3. এদিনই রাজ্যসভায় পাশ হল পোস্ট অফিস ২০২৩ বিলটি। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিলটি উত্থাপন করেছিলেন।
  4. কেন্দ্র পশ্চিমবঙ্গকে ‘অর্থনৈতিকভাবে অবরুদ্ধ’ করতে চাইছে বলে লোকসভায় অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। MGNREGA এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে অবিলম্বে বকেয়া মেটানোর দাবি জানান তিনি।
  5. বাংলায় মিড ডে মিলে ৪ হাজার কোটি টাকা তছরুপ হয়েছে বলে লোকসভায় দাবি জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “সিবিআই তদন্তে সব সামনে আসবে। অনেকে জেলবন্দি আগামি দিনে আরও অনেকে জেলে যাবেন।”
  6. ১১৫ দিন পর আপ সাংসদ রাঘব চাড্ডার সাসপেনশন তুলে নেওয়ার কথা জানালেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এর জন্য সুপ্রিম কোর্ট ও রাজ্যসভার চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন চাড্ডা।
  7. আজ মহুয়া মৈত্র সম্পর্কিত রিপোর্ট পেশ করবে না লোকসভার এথিক্স কমিটি।
  8. আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ রাজ্যের বিপুল বকেয়া টাকা নিয়ে সংসদে সরব তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
  9. বিরোধীদের হার থেকে শিক্ষা নিতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর এই পরামর্শের জবাবে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “কিছুদিন আগে কর্নাটক ও হিমাচল প্রদেশের নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর এই জ্ঞান কোথায় ছিল? উনি নিজের সুবিধা মতো জ্ঞান দেন। ছত্তীসগঢ়ে প্রধানমন্ত্রী বনাম বাঘেলের লড়াই হয়েছে। রাজস্থানে প্রধানমন্ত্রী বনাম গেহলটের লড়াই হয়েছে। এই প্রথম দেখলাম প্রধানমন্ত্রী দিল্লি ছেড়ে গ্রামে গ্রামে ঘুরছেন ভোট চাইতে। বিজেপির একটাই মুখ-মোদী। এই জয় শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীর, বিজেপির নয়।”
  10. রাজস্খান, মধ্য প্রদেশ ও ছত্তীসগঢ়ে বিজেপির জয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ মীনাক্ষী লেখি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর ম্যাজিক জারি রয়েছে। তার ফলাফল সকলের সামনে রয়েছে।”
  11. বিজেপি সাংসদ রমেশ বিধুরির শাস্তির দাবিতে সংসদের বাইরে প্রতিবাদ বিএসপি সাংসদ দানিশ আলির।
  12. সূত্রের খবর, মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের প্রস্তাবের পাশাপাশি, দানিশ আলীর বিরুদ্ধেও শাস্তির প্রস্তাব উল্লেখ করা আছে এথিক্স কমিটির রিপোর্টে। এথিক্স কমিটির বৈঠক চলাকালীন দানিশ আলীর আচরণ অসংসদীয় এবং কমিটির চেয়ারম্যানের প্রতি অপমানজনক বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। মহুয়াকে বৈঠকে অপমান করা হয়েছে অভিযোগে এথিক্স কমিটির বৈঠক থেকে মহুয়ার সঙ্গে ওয়াক আউট করেন দানিশ। শাস্তির প্রস্তাবের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার।
  13. অধিবেশনের শুরুতেই অশান্তি। বিরোধীদের হই-হট্টগোলে দুপুর ১২টা অবধি মুলতুবি হয়ে গেল সংসদের লোকসভা অধিবেশন।
  14. সংসদে পা রাখতেই প্রধানমন্ত্রী মোদীকে বিপুল স্লোগান-সমর্থনে স্বাগত জানালেন সাংসদরা। উঠল, ‘তৃতীয়বার, মোদী সরকার’ ও ‘বারবার মোদী সরকার’ স্লোগান।
  15. সংসদের বাইরে ফোটোশুট বিজেপি সাংসদদের। জয়ের চিহ্ন দেখান জেপি নাড্ডা, প্রহ্লাদ জোশী ও গজেন্দ্র সিং শেখাওয়াত।
  16. বিরোধীদের হার থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মোদী। পরাজয়ের রাগ সংসদে না দেখানোর অনুরোধ জানালেন তিনি।
  17. অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন রাজ্যে বিজেপির জয় নিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সংসদের শীতকালীন অধিবেশন যাতে ফলপ্রসু হয়, তার অনুরোধও জানান।
  18. অধিবেশন শুরুর আগে কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের অফিসে বৈঠক বিরোধী নেতাদের।
  19. কাতারে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ৮ ভারতীয়ের বিষয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি।
  20. কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর তামিলনাডুতে ঘুষ নিতে গিয়ে ইডি অফিসার গ্রেফতার নিয়ে আলোচনার
  21. মহুয়া ইস্যুতে এককাট্টা হয়েছে বিরোধীরা। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সংসদে পেশ করার আগেই ফাঁস হয়ে গিয়েছে এথিক্স কমিটির রিপোর্ট। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের বিরোধিতা করবেন বলেই জানা গিয়েছে।
  22. শীতকালীন অধিবেশনে সবথেকে আলোচ্য বিষয় হতে চলেছে মহুয়া মৈত্র ইস্য়ু। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। লোকসভার এথিক্স কমিটি অভিযোগ খতিয়ে দেখে এবং দুই পক্ষের বক্তব্য শোনার পর তৃণমূল সাংসদের লোকসভার সদস্য পদ খারিজের প্রস্তাব দিয়েছে। আজ অধিবেশনের শুরুতেই এই বিষয়টি উত্থাপন করা হতে পারে।
  23. এই অধিবেশনে মোট ১৮টি বিল আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এরমধ্যে যেমন জম্মু-কাশ্মীর বিধানসভার পুনর্গঠন বিল রয়েছে, তেমনই নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলও পেশ করা হতে পারে।
  24. সবথকে গুরুত্বপূর্ণ যে বিল পেশ হবে, তা হল ন্যয় সংহিতা বিল। এই সংশোধনী বিলের মাধ্যমে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং এভিডেন্স আইনের পরিবর্তন করে নতুন বিধি লাগু করতে চায় সরকার। গত অধিবেশনেই এই বিলের কথা উল্লেখ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি স্থায়ী কমিটিও এই সংক্রান্ত তিনটি রিপোর্ট জমা দিয়েছে।
  25. আজ, ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশন চলবে ২২ ডিসেম্বর অবধি। মোট ১৫ দিনের অধিবেশন হবে। গত শনিবার, ২ ডিসেম্বরই হয়ে গিয়েছে সর্বদলীয় বৈঠক।