Govrement Hospital: অক্সিজেনের ঘাটতি! সরকারি হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে ৮ রোগীর মৃত্যু
Oxygen Shortage: বছর দুয়েক আগে করোনা মহামারীর সময়ও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল অন্ধ্রপ্রদেশের এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। সেবার অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে এক সরকারি হাসপাতালে ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।
নেল্লোর: ফের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে (Oxygen shortage) রোগী-মৃত্যুর অভিযোগ উঠেছে। কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে ৮ রোগীর। অক্সিজেনের অভাবেই এঁদের মৃত্যু হয়েছে বলে রোগীদের পরিবারের অভিযোগ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নেল্লোরে এক সরকারি হাসপাতালে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভও দেখান মৃতের পরিবারের লোকজন। যদিও অক্সিজেনের ঘাটতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, মৃত ৮ রোগীর মধ্যে ৬ জন মেডিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (MICU)-এ ভর্তি ছিলেন। শারীরিক অবনতির কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। বাকি ২ জনেরও গুরুতর অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে এবং হাসপাতালে অক্সিজেনের কোনও ঘাটতি ছিল না।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মানতে নারাজ মৃতদের পরিবার। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে রবিবার বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এরপরই এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। ওই ৮ রোগীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে বলেও তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে করোনা মহামারীর সময়ও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল অন্ধ্রপ্রদেশের এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। সেবার (২০২১ সালের মে মাসে) অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে এক সরকারি হাসপাতালে ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। তাঁরা অক্সিজেন সাপোর্টে ছিলেন। কিন্তু, একসময়ে অক্সিজেন নিঃশেষ হয়ে যায়। তারপর অক্সিজেন সিলিন্ডার আসতে দেরি হওয়ার জন্যই তাঁদের মৃত্যু হয় বলে অভিযোগ। সেই ঘটনাতেও মৃতদের পরিবারের লোকজন হাসপাতালে এসে তুমুল বিক্ষোভ দেখান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।