Suicide: ২৪ ঘণ্টায় আত্মঘাতী ৬, কী ঘটছে নয়ডায়?
দিন-দিন যেন আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। এবার কেবল নয়ডায় গত ২৪ ঘণ্টায় আত্মঘাতী হলেন পিএইচডি ছাত্র, মহিলা, কিশোরী-সহ মোট ৬ জন।
নয়ডা: দিন-দিন যেন আত্মহত্যার (Suicide) ঘটনা বেড়েই চলেছে। এবার কেবল নয়ডায় (Noida) গত ২৪ ঘণ্টায় আত্মঘাতী হলেন পিএইচডি ছাত্র, মহিলা, কিশোরী-সহ মোট ৬ জন। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নয়ডার বিভিন্ন এলাকায় ৬ জনের আত্মঘাতী হওয়ার খবর মিলেছে। যার মধ্যে ১৫ বছরের এক কিশোরীও রয়েছে। মানসিক চাপ (Mental Stress) থেকেই এঁরা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। যদিও কিশোরী, পিএইডি ছাত্র সহ বাকিদের পারিপার্শ্বিক পরিস্থিতি আলাদা। কিন্তু, প্রত্যেকেই বিভিন্ন কারণে মানসিকভাবে প্রচণ্ড চাপে ছিলেন। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছেন নয়ডার ফেজ-২ থানার পুলিশ আধিকারিক বিন্ধ্যাচল তিওয়ারি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম লাভলি খাতুন (১৫)। গিঝা গ্রামের বাসিন্দা লাভলি সোমবার রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, একটি ছেলের সঙ্গে কথা বলার জন্য লাভলিকে শাস্তি দিয়েছিলেন তাঁর বাবা। সেটা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তারপরই আত্মঘাতী হয় সে।
লাভলির মতোই সোমবার রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন নয়ডার সেক্টর-১০ -এর নীলাক্ষী পাঠক। তিনি আদতে অসমের গুয়াহাটির বাসিন্দা। আত্মঘাতী হওয়ার আগে নীলাক্ষী বন্ধুদের ফোনে জানিয়েছিলেন, তিনি মানসিক চাপে রয়েছেন এবং আত্মহত্যা করতে চান। তারপর মঙ্গলবার ভোরে স্থানীয় কয়েকজন বন্ধু তাঁর ঘরে গিয়ে দেখেন, সিলিং পাখা থেকে ঝুলছে নীলাক্ষী।
একইভাবে, সোমবার রাতে সিলিং পাখা থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন শাহপুর গ্রামের বাসিন্দা, ২৫ বছর বয়সি সুরেশ আর্য। সেক্টর ১২৬ থানার আধিকারিক সত্যেন্দ্র কুমার সিং শাহপুরের যুবকের আত্মঘাতীর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেক্টর ১২৮ -এ একটি বেসরকারি হাসপাতালে সুরেশ কর্মরত ছিলেন এবং কাজের ক্ষেত্রে মানসিকভাবে ভীষণ চাপে ছিলেন। একইভাবে মানসিক চাপের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন সেক্টর -৫৮-র বাসিন্দা কুমারী নেহা (২০), সেক্টর -১৪০ -এর বাসিন্দা অনিল কুমার (২১)। আবার থানা দানকাউরের বিলাসপুরের বালিন্দা রাকেশ (৪২) বিষ খেয়ে নিজের জীবন শেষ করেছেন। তবে তিনি কেন এই চরম পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয়।
এছাড়া, নয়ডার বিভিন্ন এলাকা থেকে আরও ৬টি দেহ উদ্ধার হয়েছে। সেক্টর ১১৩ এলাকার বাসিন্দা রাকেশ শর্মা, রাবুপুরা এলাকার আফলাতুন, সেক্টর-৩৯ -এর রীতেশ কুমার, সেক্টর- ৬৩ -র অজয় রাই, সেক্টর-২৪ এর বিনোদ কাপুর এবং নলেজ পার্ক এলাকার আলান বাগের দেহ উদ্ধার হয়েছে। তবে এঁদের মৃত্যুর কারণ স্পষ্ট নয়।