G20 Meet: বাংলায় জি-২০ সভার আয়োজনে ত্রুটি থাকবে না, বৈঠকে মোদীকে আশ্বাস মমতার
G20: ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে যা চলবে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। এই এক বছরে দেশে ২০০টি সেমিনার হবে।
নয়া দিল্লি: দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জি-২০ প্রস্তুতি বৈঠকে সোমবার বক্তব্য রাখেন তিনি। সূত্রের খবর, এই বৈঠকে কেন্দ্রকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর জি-২০ বা গ্রুপ অব টোয়েন্টির সভাপতিত্ব করছে ভারত। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে যা চলবে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। এই এক বছরে দেশে ২০০টি সেমিনার হবে। বিভিন্ন রাজ্যের রাজধানীতে আয়োজিত হবে সেসব সভা। সোমবার ছিল তারই প্রস্তুতি বৈঠক হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান। যোগ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সূত্রের খবর, এদিন জি-২০ প্রস্তুতি বৈঠকে রাজ্যের তরফ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবরকম সহযোগিতার আশ্বাস দেন। সূত্রের দাবি, তৃণমূল সুপ্রিমো এদিন আশ্বাস দিয়েছেন, বাংলায় তিনি কোনও ত্রুটি রাখবেন না। বৈঠকে ছিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। সূত্রের খবর, বৈঠকে তিনি বড় দল ও ছোট দলের মধ্যে যাতে কোনও বৈষম্য না থাকে সে কথা তুলে ধরেন।
PM Modi called on all political parties to participate in India’s G20 Presidency. “It’s an honour that has come to India and not a party or person. It’s every Indian’s pride. The pride will be for India and therefore we must all work in cooperation” says PM: Sources pic.twitter.com/qC9OCZSg7h
— ANI (@ANI) December 5, 2022
সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গরিমার প্রসঙ্গ তুলে ধরেন। এই জি-২০ বৈঠক দেশের সম্মান বাড়িয়েছে বলেও এদিন বৈঠকে জানান তিনি। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই জি-২০ বৈঠকের আয়োজনে তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নেই, রয়েছে দেশের সম্মান। তাই আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে চলার বার্তাই উঠে আসে তাঁর বক্তব্যে। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী এও জানান, এখানে ভেদাভেদের কোনও প্রশ্নই নেই। সকলকে একসঙ্গে কাজ করতে হবে, তা তুলে ধরতে হবে বিশ্বের দরবারে। প্রায় ৮ হাজার প্রতিনিধি আসবেন, ২০০ টি সেমিনার হবে সারা দেশে।
সূত্রের খবর, এদিন জি-২০ প্রস্তুতি বৈঠকে বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, মল্লিকার্জুন খাড়্গে, এইচডি দেবগৌড়া, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু।