G-20: ৪৫ ঘন্টায় ১০ রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক, আরও ২০টি কর্মসূচি – ঠাসা ব্যস্ততা নিয়ে ইন্দোনেশিয়া উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

PM Modi to attend 17th G-20 Summit: সোমবার (১৪ নভেম্বর) ১৭তম জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

G-20: ৪৫ ঘন্টায় ১০ রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক, আরও ২০টি কর্মসূচি - ঠাসা ব্যস্ততা নিয়ে ইন্দোনেশিয়া উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত ইন্দোনেশিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2022 | 8:29 AM

নয়া দিল্লি: সোমবার (১৪ নভেম্বর) ১৭তম জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছরে ভারতই জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করবে। আসন্ন সম্মেলনের সমাপ্তি অধিবেশনে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো প্রতীকীভাবে জি২০-র সভাপতিত্ব হস্তান্তর করবেন প্রধানমন্ত্রীর হাতে। ১৬ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। আর এই ৪৫ ঘণ্টার ঝোড়ো সফরে অন্তত ১০ জন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও ২০টি কর্মসূচি রয়েছে।

এবারের জি২০ শীর্ষ সম্মেলনের থিম হল ‘রিকভার টুগেদার, রিকভার স্ট্রঙ্গার’ অর্থাৎ, ‘একসঙ্গে পুনরুদ্ধার, শক্তিশালী পুনরুদ্ধার’। এই বিষয়ে বিস্তৃত আলোচনা করবেন সদস্য ও অতিথি দেশের নেতারা। এই থিমের আওতায় তিনটি কার্য অধিবেশন আয়োজিত হবে। এই তিনটি অধিবেশনের বিষয় হল – খাদ্য ও জ্বালানি নিরাপত্তা স্বাস্থ্য এবং ডিজিটাল রূপান্তর। এই তিনটি অধিবেশনেই যোগ দেওয়ার কথাপ্রধানমন্ত্রীর।

এছাড়া, জি২০-র অন্যান্য নেতাদের সঙ্গে আরও কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার প্রেক্ষিতে বিভিন্ন রাষ্ট্রের অবস্থানও এই শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।