Dalai Lama: ৮৮তম জন্মদিনে দলাই লামাকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, কামনা করলেন ‘দীর্ঘ ও সুস্থ জীবন’

PM Modi wishes Dalai Lama on his birthday: শুধু প্রধানমন্ত্রী মোদীই নন, দলাই লামাকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের আরও বেশ কয়েকজন নেতা। হাসতে হাসতে দলাই লামা বলেন, "৮৮তম জন্মদিন উদযাপন করছি আমি। কিন্তু আমাকে দেখে কিন্তু ৫০ বছরের বেশি বয়স বলে মনে হয় না।"

Dalai Lama: ৮৮তম জন্মদিনে দলাই লামাকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, কামনা করলেন 'দীর্ঘ ও সুস্থ জীবন'
জন্মজিন উপলক্ষে ভক্তদের মাঝে দলাই লামাImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 5:30 PM

ধর্মশালা: বৃহস্পতিবার (৬ জুলাই), ছিল তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার ৮৮তম জন্মদিন। এই উপলক্ষে তাঁকে ফোন করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক টুইট করে প্রধানমন্ত্রী জানান, “দলাই লামার ৮৮তম জন্মদিনে তাঁকে ফোন করে তাঁর সঙ্গে কথা বললাম এবং তাঁকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালাম। আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছি।” ১৯৩৫ সালের ৬ জুলাই উত্তর-পূর্ব তিব্বতের আমদো প্রদেশের টাকটসেরের এক ছোট গ্রামে, এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন দালাই লামা। তাঁর আসল নাম ছিল লামো ধোন্ডুপ। ১৯৩৭-এ মাত্র দুই বছর বয়সে, তাঁকে ১৩তম দলাই লামার পুনর্জন্ম বলে সনাক্ত করা হয়েছিল। ১৯৫৯ সালে চিনা সেনা তিব্বতী বিদ্রোহ দমন করতে লাসায় হানা দিয়েছিল। সেই সময় তাঁর অনুগামীদের নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন দলাই লামা। তারপর থেকে হিমাচল প্রদেশের ধর্মশালায় থাকেন তিনি।

এদিন তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর শয়ে শয়ে সমর্থক ধর্মশালায় ভিড় করেন। সুগলাখাং মন্দিরের প্রাঙ্গনে তাঁর জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। একটি খোলা মোবাইল ভ্যান থেকে অনুগামীদের সঙগে মিলিত হন দলাই লামা। তিনি আসার সঙ্গে সঙ্গে নির্বাসিত তীব্বতি শিল্পীরা তীব্বতের ঐতিহ্যবাহী সুর তোলেন তাঁদের বাজনায়। গোটা প্রাঙ্গনটি সাজানো হয় তিব্বতি এবং বৌদ্ধ পতাকা এবং প্রতিকৃতি দিয়ে। হাসতে হাসতে দলাই লামা বলেন, “৮৮তম জন্মদিন উদযাপন করছি আমি। কিন্তু আমাকে দেখে কিন্তু ৫০ বছরের বেশি বয়স বলে মনে হয় না।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবীর সুখবিন্দর সিং সুখু।

এদিন তাঁর ভক্তদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তাও দিয়েছেন দলাই লামা। বৌদ্ধ ধর্মগুরু বলেন, “আমি আর অল্পদিনই আছি। কিন্তু, চিন্তায়, কথায় ও কাজের মধ্য দিয়ে আমি গোটা বিশ্বে শান্তি স্থাপনে তে অবদান রাখতে চাই। প্রার্থনা করি যাতে একদিন সকলে বৌদ্ধত্ব লাভ করে।”

তিনি আরও বলেন, বিশ্বের সমস্ত সংবেদনশীল প্রাণীদের সাহায্যার্থে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। তিনি সকলকে তাঁর সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে চান। দলাই লামা বলেন, “আমি যতটা সম্ভব অন্যদের উপকার করতে সংকল্পবদ্ধ।” ১৯৮৯ সালে তাঁকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। ১৯৯১ সালে রাষ্ট্রপুঞ্জের ‘আর্থ পুরস্কার’, ২০০৭ সালে মার্কিন কংগ্রেসনাল গোল্ড মেডাল এবং ২০১২ সালে টেম্পলটন পুরস্কার-সহ দেড়শোরও বেশি পুরস্কার ও সম্মান পেয়েছেন দলাই লামা। শুধু প্রধানমন্ত্রী মোদীই নন, দলাই লামাকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের আরও বেশ কয়েকজন নেতা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, টুইটে বলেছেন, “দলাই লামাকে তাঁর ৮৮তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি তিনি আরও বহু বছর ধরে দয়া ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেবেন।” দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কংগ্রেস সাংসদ শশী থারুর প্রমুখও।