PM Modi: নতুন সংকল্প মোদীর, সবরমতী-পোখরানে শান্তি-শক্তির অভিনব মিলমিশ দেখল দেশ
PM Modi: প্রসঙ্গত, ২০১৪ সালে মসনদে বসার পর থেকেই আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে একের পর এক পদক্ষেপ করছেন মোদী। নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। শক্তি বেড়েছে সেনারও।
নয়া দিল্লি: সকালে গেলেন মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে। ‘আশ্রম ভূমি বন্দনা’ করলেন। সেই সঙ্গে ১২০০ কোটি টাকার ‘সবরমতি আশ্রম মেমোরিয়াল অ্যান্ড প্রিসিন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইদিনে হাজির থাকলেন রাজস্থানের পোখরানে। তার সামনেই চলল সেনার সামরিক মহড়া। মোদীর সামনেই রচিত হল আত্মনির্ভর ভারতের এক নতুন অধ্যায়। সোজা কথায় মঙ্গলেই মোদীর হাত ধরে শান্তি ও শক্তির এক অভিনব মিলমিশ দেখল গোটা দেশ।
পোখরান সফরে মোদী বলেন, গত এক দশকে, দেশের প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ হয়েছে। ১ লক্ষ কোটির গণ্ডিও পেরিয়ে গিয়েছে। গত ১০ বছরে ১৫০ টিরও বেশি প্রতিরক্ষা স্টার্টআপ তৈরি হয়েছে। সেনার তরফে তাঁদের কাছে প্রায় ১৮০০ কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছে। এই নয়া রেকর্ড তৈরির জন্য দেশের তরুণদের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন মোদী।
প্রসঙ্গত, ২০১৪ সালে মসনদে বসার পর থেকেই আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে একের পর এক পদক্ষেপ করছেন মোদী। নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। শক্তি বেড়েছে সেনারও। পাক-চিনের কালঘাম ছুটিয়ে রোজই নিত্যনতুন রণসজ্জায় সেজে উঠেছে জল, স্থল, বায়ু সেনা। লোকসভা ভোটের মুখে পোখরানে দাঁড়িয়ে এদিন আরও একবার সেই আত্মনির্ভরতার পাঠই দিলেন মোদী। অন্যদিকে সবরমতি আশ্রমের পুনরুদ্ধারের মাস্টারপ্ল্যান সামনে এনে আরও একবার ভারতের ঐতিহ্যকে আকড়ে ধরতে চাইলেন তিনি। পুরনোকে সঙ্গী করে নতুনের জয়গান শোনা গেল মোদীর গলায়। ১২০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করে বললেন, “যে দেশ তার ঐতিহ্যকে লালন করে না তার ভবিষ্যৎ অন্ধকার।”