TMC in Meghalaya: মেঘালয়ে এক আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

TMC in Meghalaya: প্রসঙ্গত, রবিবার ব্রিগেডের মঞ্চ থেকেই বাংলার ৪২ লোকসভা আসনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে চমক যেমন রয়েছে তেমনই পুরনো মুখের উপরেও ভরসা রেখেছে দল।

TMC in Meghalaya: মেঘালয়ে এক আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
জোর চর্চা রাজনৈতিক মহলে Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2024 | 10:28 PM

কলকাতা: আগে পা পড়েছে গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলিতে। এবারের লোকসভা ভোটে বাংলা ছাড়াও আরও তিন রাজ্যে দলের তরফে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে এসেছিল উত্তর প্রদেশ, মেঘালয়, অসমের কথা। এরইমধ্যে এবার মেঘালয়ের একটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বাংলার শাসকদল। জেনিথ সাংমা লড়তে চলেছেন তূড়া লোকসভা কেন্দ্র থেকে। এদিনই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জেনিথের কথা জানানো হয়েছে। 

প্রসঙ্গত, রবিবার ব্রিগেডের মঞ্চ থেকেই বাংলার ৪২ লোকসভা আসনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে চমক যেমন রয়েছে তেমনই পুরনো মুখের উপরেও ভরসা রেখেছে দল। অন্যদিকে নতুন মুখ হিসাবে হুগলি থেকে দাঁড়াচ্ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, তমলুক থেকে দাঁড়াচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। 

এদিকে মেঘালয়ে যে তৃণমূল প্রার্থী দিতে পারে সেই সম্ভাবনা নিয়ে জল্পনা অনেকদিন থেকেই বাড়ছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয় কিনা সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলে। কিন্তু ব্রিগেডের ঘোষণার পর তা যে শুধু সময়ের অপেক্ষা ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। তবে উত্তর প্রদেশ ও অসমে কোন কোন আসনে তৃণমূল লড়তে পারে সেই ঘোষণা এখনও করা হয়নি। এদিকে এরইমধ্যে বাংলায় ৪২ আসনে ঘাসফুল শিবির প্রার্থী ঘোষণা করে দেওয়ায় তা বিরোধীদের ইন্ডিয়া জোটে যে মমতা আর নেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। এমতাবস্থায় বাংলা ছাড়া আরও তিন রাজ্যে লোকসভায় মমতা প্রার্থী দিলে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী শিবিরের দলগুলি এখন কেমনভাবে নেয় সেটাই দেখার।