নমোর জন্মদিন: ২০ দিন ধরে দেশব্যাপী কর্মসূচি! ৫ কোটি পোস্টকার্ড, হোর্ডিংয়ে ধন্যবাদ জ্ঞাপন
১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর ৭১ তম জন্ম দিবস থেকে গোটা দেশজুড়ে শুরু হবে এই 'সেবা ও সমর্পণ অভিযান' কর্মসূচি।
নয়া দিল্লি: আগামী ১৭ সেপ্টেম্বর একাত্তরে পা দিচ্ছেন নমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিনকে সামনে রেখে নয়া প্রচার অভিযান শুরু করতে চলেছে বিজেপি। নতুন এই প্রচার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘সেবা ও সমর্পণ অভিযান’। জন কল্য়াণে প্রথমে মুখ্যমন্ত্রী ও পরবর্তী সময় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ২০ বছরের অবদানকে স্মরণীয় করে রাখতেই বিজেপির এই অভিনব উদ্য়োগ। নাগরিক পরিষেবায় নরেন্দ্র মোদীর ২০ বছরের এই অধ্য়ায়কে ২০ দিন ধরে পালন করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর ৭১ তম জন্ম দিবস থেকে গোটা দেশজুড়ে শুরু হবে এই ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচি। চলবে অক্টোবর মাসের ৭ তারিখ পর্যন্ত।
২০ দিন যাবৎ এই উদযাপনের অংশ হিসেবে স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির-সহ একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন স্বচ্ছতা অভিযানকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিমধ্য়েই সব রাজ্য় শাখাগুলিকে এই মর্মে নির্দেশ দিয়েছেন। ৫ কোটি পোস্টকার্ডের মাধ্য়মে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা নাগরিক পরিষেবায় অসামান্য় অবদানের জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্য়বাদ জানাবেন। এ ছাড়াও এই প্রচার অভিযানের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় লাগানো হবে হোর্ডিং। করোনাকালে দেশের প্রান্তিক শ্রেণীর মানুষদের মধ্য়ে খাদ্য় বন্টন ও বিনামূল্য়ে গরীবদের ভ্য়াকসিন প্রদান করার জন্য় এই হোর্ডিংয়ের মাধ্যমে ধন্যবাদ জানানো হবে। বিজেপির সর্বস্তরের জনপ্রতিনিধিরা রেশন দোকানে গিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভিডিয়ো রেকর্ড করবেন এবং বিজেপির মোর্চা রক্তদান শিবির আয়োজনের দায়িত্বে থাকবে। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।
উত্তর প্রদেশ আগামী বছর বিধানসভা নির্বাচন। সেখানে ৭১টি জায়গায় গঙ্গা পরিষ্কার করবেন বিজেপি কর্মীরা। পদ্মশিবিরের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিদ্বজন ও জনপ্রিয় ব্য়ক্তিরা ২০ দিনের এই প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন। বিভিন্ন ভাষায় নানা মনীষীদের বক্তব্য় তুলে ধরা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে লোকসভা নির্বাচন হলেও এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে কেন্দ্রের শাসক দল। কারণ ইতিমধ্য়েই বিরোধী জোটের সলতে পাকানো শুরু করেছে মোদী বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধীরা একজোট হলে কঠিন চ্য়ালেঞ্জের মুখোমুখি হতে পারে বিজেপি। আবার অনেকের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় কেন্দ্রীয় সরকারের ভূমিকায় যে জনসাধারণ সন্তুষ্ট নয়, তার প্রমাণ মিলেছে সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে। তারই মধ্য়ে দুয়ারে কড়া নাড়ছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। তাই ফের একবার ব্য়ক্তি নরেন্দ্র মোদীর ক্য়ারিশমার উপর ভর করেই নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে বিজেপি। আরও পড়ুন: একাত্তরে পা দেবেন মোদী, ৭১টি স্থানে গঙ্গাকে শুদ্ধ করবে বিজেপি