Mann Ki Baat: প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠানে বার বার উঠে এসেছে পশ্চিমবঙ্গের জয়গান

PM Narendra Modi: অতীতে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর বক্তব্যে একাধিক বার উঠে এসেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। এ রাজ্যের মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রীর স্নেহের পরশ। পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বের কথা ‘মন কি বাত’-এর বিভিন্ন এপিসোডে শোনা গিয়েছে মোদীর গলায়।

Mann Ki Baat: প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠানে বার বার উঠে এসেছে পশ্চিমবঙ্গের জয়গান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 4:34 PM

নয়াদিল্লি: ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য দেশবাসীকে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতীতে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর বক্তব্যে একাধিক বার উঠে এসেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। এ রাজ্যের মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রীর স্নেহের পরশ। পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বের কথা ‘মন কি বাত’-এর বিভিন্ন এপিসোডে শোনা গিয়েছে মোদীর গলায়। দেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীদের অদম্য লড়াইকেও কু্র্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক এপিসোডে প্রধানমন্ত্রী কলকাতা এসে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আত্মীয়দের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। নিজের ছোটবেলায় রেডিয়োতে শোনা রবীন্দ্র সঙ্গীতের স্মৃতিচারণাও করেছিলেন মোদী।

‘মন কি বাত’-এর একাধিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য-

১. কলকাতায় আকাশবাণী মৈত্রী চ্যানেল উদ্বোধন করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই রেডিয়ো চ্যানেলের প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে। ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করে তুলতে এই চ্যানেলের ভূমিকার কথা বলেছিলেন মোদী।

২. স্বাধীনতা সংগ্রামী তথা আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের লোকেদের সঙ্গে দেখা করার বিষয়টিও উঠে এসেছিল মোদীর বক্তব্যে।

৩. কলকাতায় হওয়া এক হকি ম্যাচে ধ্যান চাঁদের গোল নিয়েও বক্তব্য রেখেছেন মোদী।

৪. ত্রিবেণী কুম্ভ মহোৎসব নিয়েও উৎসাহ লক্ষ্য করা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। ৭০০ বছর পর ত্রিবেণীতে কুম্ভ স্নানের আয়োজনের প্রশংসা শোনা গিয়েছিল মোদীর কথায়।

৫. পশ্চিমবঙ্গের দার্জিলিঙের গুরদুম গ্রামে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মধু চাষের প্রসঙ্গ উঠে এসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যে।

৬. পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামের শিল্পী সরমুদ্দিনের প্রশংসা শোনা গিয়েছিল মোদীর গলায়। রামায়ণ নিয়ে ওই শিল্পীর আঁকা চিত্র ২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। সেই সূত্রে ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্প সংস্কৃতির গুণগান শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে।

৭. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শনের বিষয়টিও একাধিক বার উঠে এসেছে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে। এই প্রসঙ্গে ছোটবেলায় রবীন্দ্র সঙ্গীত শোনার স্মৃতিচারণাও করেছিলেন মোদী।

৮. পদ্ম পুরস্কার প্রাপ্ত সুভাষিনী মিস্ত্রির প্রসঙ্গও উঠেছিল মোদীর বক্তব্যে।

৯. কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিপ্লবী ভারত গ্যালারি বিষয়টি তুলে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন মোদী।

১০. সুন্দরবন এলাকার জৈবিক পদ্ধতিতে মধু উৎপাদনের কথাও ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।