Vande Bharat Income: যে গতিতে ‘বন্দে ভারত’ ছুটছে, সেই গতিতে কি লাভ হচ্ছে রেলের, জেনে নিন

Vande Bharat Income: বর্তমানে দেশে ৮টি শাখায় চলে বন্দে ভারত এক্সপ্রেস। তালিকায় রয়েছে নতুন দিল্লি - বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস, নতুন দিল্লি - শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।

Vande Bharat Income: যে গতিতে 'বন্দে ভারত' ছুটছে, সেই গতিতে কি লাভ হচ্ছে রেলের, জেনে নিন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 4:32 PM

কলকাতা: গতির আর এক নাম বন্দে ভারত (Vande Bharat Express)। ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে দফায় দফায় পথচলা শুরু হচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেসের। চলতি বছরের শুরুতে বাংলাতেও ছুটতে শুরু করেছে এই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন (Supardast Express Train)। অন্যদিকে পরিসংখ্যান বলছে বন্দে ভারতের হাত ধরে আয়ও বেড়েছে রেলের। খুলে গিয়ছে আয়ের এক নবদিগন্ত। 

মুম্বইয়ে রেকর্ড আয়

গত মার্চের সেন্ট্রাল রেলওয়ের (CR) একটি হিসাব বলছে, মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস এবং মুম্বই-সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেসে ৩২ দিনে ১ লাখের বেশি যাত্রী চড়েছেন। অন্যান্য রাজ্যেও বন্দে ভারতের টিকিটের চাহিদা তুঙ্গে। গত ১১ ফেব্রুয়ারি মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস এবং মুম্বই-সাইনগর শিরডি বন্দে ভারত এক্সপ্রেসের পথচলা শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। দুই ট্রেনই সেন্ট্রাল রেলওয়ের প্রধান স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ছাড়ে। সেন্ট্রাল রেলওয়ের এক আধিকারিক জানাচ্ছেন ওই ৩২ দিনে ১ লক্ষের বেশি যাত্রীর হাত ধরে রেলের আয় হয়েছে ৮.৬০ কোটি টাকা। 

তুমুল চাহিদা রয়েছে মুম্বই-গান্ধীনগর বন্দে ভারতেরও। এই শাখায় দুটি বন্দে ভারত চলে। গত বছরের শেষের একটি রিপোর্ট বলছে যাত্রা শুরুর মাস দুয়েকের মধ্যে এই দুটি ট্রেন টিকিট ভাড়া বাবদ আয় করেছে ৯.২১ কোটি টাকা। 

ব্যাপক আয়বৃদ্ধি রেলের

অন্যদিকে গত ফেব্রুয়ারিতে বাজেট পেশের আগে রেলের আয়বৃদ্ধি নিয়ে নানা তথ্য সামনে এসেছিল। ২০২২-২৩ অর্থবর্ষে জানুয়ারি পর্যন্ত আগের অর্থবর্ষের থেকে ৪১ হাজার কোটি টাকা বেশি আয় করেছে রেল। ২০২১-২২ অর্থবর্ষে রেল যেখানে আয় করেছিল ১ লক্ষ ৪৮ হাজার ৯৭০ কোটি টাকা সেখানে ২০২২-২৩ অর্থবর্ষে জানুয়ারি সেই আয় বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৯১ হাজার ১৬২ কোটি টাকা। পরবর্তীতে ২০২২-২৩ অর্থবর্ষের শেষে এপ্রিলের রিপোর্ট বলছে, আগের অর্থ বর্ষের তুলনায় এই অর্থবর্ষে মোট ৪৯ হাজার কোটি টাকা বেশি আয় করেছে রেল। প্রায় ২৫ শতাংশ বেড়েছে আয়। ওয়াকিবহাল মহলের ধারনা এই আয়বৃদ্ধির পিছনে বড় হাত রয়েছে বন্দে ভারতের। 

কোথায় কোথায় চলছে বন্দে ভারত? 

বর্তমানে দেশে ৮টি শাখায় চলে বন্দে ভারত এক্সপ্রেস। তালিকায় রয়েছে নতুন দিল্লি – বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস, নতুন দিল্লি – শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস, মুম্বই সেন্ট্রাল – গান্ধীনগর রাজধানী বন্দে ভারত এক্সপ্রেস, নতুন দিল্লি – আম্ব আন্দাউরা বন্দে ভারত এক্সপ্রেস, এমজিআর চেন্নাই সেন্ট্রাল – মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস, বিলাসপুর – নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এবং বিশাখাপত্তনম – সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস। চলতি মাসেই আবার দক্ষিণভারতে কেরলে পথচলা শুরু হবে বন্দে ভারত এক্সপ্রেসের।