PM Narendra Modi: আগামী দিনে বিদ্যুতের বিল ‘জিরো’ করার দিকে এগিয়ে যাচ্ছে মোদী সরকার
PM Modi in Guwahati: অসমে বর্তমানে বিজেপির সরকার রয়েছে। সেই প্রসঙ্গ তুলে এদিন প্রধানমন্ত্রী জানান, বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রত্যেককে সরকারি প্রকল্পের সুবিধা দিতে বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, "প্রতিটি নাগরিককে স্বাচ্ছন্দ্য দেওয়াই আমাদের লক্ষ্য। এটা আমাদের বাজেটেই স্পষ্ট হয়েছে, যেখানে পরিকাঠামোর জন্য ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।"
গুয়াহাটি: দেশবাসীকে স্বাচ্ছন্দ্য দেওয়াই মূল লক্ষ্য। আগামী দিনে বিদ্যুতের বিল (Electric Bill) ‘জিরো’ হবে। অর্থাৎ কার্যত বিনামূল্যে বিদ্যুৎ মিলবে। রবিবার গুয়াহাটির জনসভা থেকে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এপ্রসঙ্গে এবারের বাজেটের কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে এদিন কেবল অসমের জন্য ১১,৫৯৯ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
এদিন বিদ্যুতের বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, “গত ১০ বছরে আমরা প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য প্রচার চালিয়েছি। এখন আমরা বিদ্যুতের বিল শূন্য করার দিকে এগোচ্ছি। এবারের বাজেটে সরকার ছাদে সোলার প্রকল্প করার ঘোষণা করেছে। এই প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে সরকার ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে।”
অর্থাৎ ধীরে-ধীরে সৌর বিদ্যুতের প্রচলন বাড়ানোর লক্ষ্য নিয়েছে মোদী সরকার। বাড়িতে সৌর বিদ্যুৎ চালু হলে গৃহস্থকে আর কোনও বিদ্যুতের বিল দিতে হবে না। কেবল সোলার প্যানেল বসালেই হবে। গত ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনই সূর্যোদয় যোজনা আনার কথা জানান প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পের মাধ্যমে সরকারি সহায়তায় দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের বাড়ির ছাদে বসানো হবে সোলার প্যানেল। এর ফলে সরাসরি সূর্য থেকে বিদ্যুৎ বাড়িতে উৎপন্ন হবে এবং সেটা দিয়েই সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম চালানো যাবে। এর ফলে গৃহস্থকে আর বিদ্যুতের বিল দিতে হবে না। পাশাপাশি বিদ্যুৎশক্তিকে আত্মনির্ভর হবে পরিবার থেকে দেশ।
বিদ্যুতের বিল জিরো করার চেষ্টার পাশাপাশি এদিন অসমে ১১,৫৯৯ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদী। যার মধ্যে অন্যতম, মা কামাখ্যা দিব্য পরিযোজনা (মা কামাক্ষ্যা করিডর)। প্রধানমন্ত্রীর উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের প্রকল্পের অধীনে বিশ্বমানের এই করিডরটি তৈরি হলে পুণ্যার্থীদের কামাখ্যা দর্শনে যাওয়া অনেকটাই সহজ হবে। দেশের পাশাপাশি বিশ্বের আরও বেশি সংখ্যক পর্যটক কামাখ্যা দর্শনে আসবেন বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে অযোধ্যার রাম মন্দিরের কথা তুলে ধরেন। তিনি জানান, গত ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত ২৪ লক্ষ মানুষ সেটি দর্শন করতে এসেছেন।
অযোধ্যার রাম মন্দির গড়ে তোলার স্বপ্ন পূরণের পর এবার তিনি উত্তর-পূর্বাঞ্চলে, মা কামাখ্যার দ্বারে এসেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “মা কামাখ্যার আশীর্বাদে অসমের জন্য প্রকল্পগুলি উৎসর্গ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ১১,০০০ কোটি টাকার যে প্রকল্পের উদ্বোধন করা হল, সেগুলি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে অসমের উত্তর-পূর্বের সংযোগকে শক্তিশালী করবে। এই প্রকল্পগুলির মাধ্যমে পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”
অসমে বর্তমানে বিজেপির সরকার রয়েছে। সেই প্রসঙ্গ তুলে এদিন প্রধানমন্ত্রী জানান, বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রত্যেককে সরকারি প্রকল্পের সুবিধা দিতে বদ্ধ পরিকর। তিনি আরও বলেন, “প্রতিটি নাগরিককে স্বাচ্ছন্দ্য দেওয়াই আমাদের লক্ষ্য। এটা আমাদের বাজেটেই স্পষ্ট হয়েছে, যেখানে পরিকাঠামোর জন্য ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”
এদিন গুয়াহাটিতে জনসভার পর একটি রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য শহরের মতো এখানেও প্রধানমন্ত্রী মোদীকে সামনে থেকে দেখতে রাস্তার দু-পাশে উচ্ছ্বসিত জনতার ঢল নামে এবং ‘মোদী’-‘মোদী’ স্লোগানে ভরে ওঠে গোটা রাস্তা।