PM Narendra Modi: দেশের ঐক্যকে আরও জোরদার করতে আমাকে অনুপ্রাণিত করেছে কাশী তামিল সঙ্গম: প্রধানমন্ত্রী

বারাণসীতে আয়োজিত কাশী তামিল সঙ্গম অনুষ্ঠান সম্পর্কে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: দেশের ঐক্যকে আরও জোরদার করতে আমাকে অনুপ্রাণিত করেছে কাশী তামিল সঙ্গম: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 8:29 PM

নয়া দিল্লি: ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর অন্যতম নিদর্শন হল কাশী তামিল সঙ্গম (Kashi Tamil Sangam)। মঙ্গলবার এই ভাষাতেই বারাণসীতে আয়োজিত কাশী তামিল সঙ্গম অনুষ্ঠান সম্পর্কে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এই অনুষ্ঠান দেশের ঐক্যকে আরও জোরদার করার প্রচেষ্টা করার ব্যাপারে তাঁকে অনুপ্রাণিত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।

জানা গিয়েছে, গত বছর নভেম্বরে বারাণসীতে আয়োজিত কাশী তামিল সঙ্গম অনুষ্ঠানের অভিজ্ঞতা জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন তামিলনাড়ুর কয়েকশো মানুষ। সেই চিঠির জবাব দিয়েই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অভিজ্ঞতাকে এককথায় ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর অন্যতম নিদর্শন বলে উল্লেখ করেছেন। তামিল ভাষার সৌন্দর্য ও সংস্কৃতি তাঁকে মুগ্ধ করেছে বলেও পাল্টা চিঠিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান বারাণসী ও তামিলনাড়ুকে একসূত্রে বেঁধেছে উল্লেখ করে নরেন্দ্র মোদী চিঠিতে আরও লিখেছেন, “তামিলনাড়ুর মানুষের সঙ্গে কাশীর দীর্ঘ এবং স্থায়ী সংযোগ রয়েছে। কাশী তামিল সঙ্গম সেই ঐতিহাসিক স্মৃতিগুলিকে পুনরুজ্জীবিত করেছে এবং আমাদের দেশের প্রতিটি অঞ্চল কতটা গভীরভাবে সংযুক্ত রয়েছে তা পুনর্ব্যক্ত করেছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে আরও উল্লেখ করেছেন, “আগামী ২৫ বছরের অমৃতকালের জন্য যখন সমগ্র দেশ একটি শক্তিশালী এবং স্বনির্ভর ভারত গড়ার পন্থা নিয়ে আলোচনা করছে, তখন আমাদের দেশের ঐক্যকে আরও গভীর করার প্রতিটি প্রচেষ্টা গুরুত্বপূর্ণ৷

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে বারাণসীতে কাশী তামিল সঙ্গম অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, দেশের উত্তরের বারাণসী ও দক্ষিণের তামিলনাড়ুর মধ্যে সভ্যতা ও সাংস্কৃতিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ৩০ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর পণ্ডিত থেকে বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেবল তামিলনাড়ু থেকে ২,৫০০ হাজারের বেশি প্রতিনিধি বারাণসীতে এই অনুষ্ঠানে বিভিন্ন সেমিনারে যোগ দেন। একমাসব্যাপী ওই অনুষ্ঠানে দুই রাজ্যের হাতের কাজ, হ্যান্ডলুম, বই, তথ্যচিত্র, বিভিন্ন শিল্পকলা, ইতিহাস ও ঘোরার জায়গার প্রদর্শনী করা হয়।