Covid Positive: করোনা আক্রান্ত অশোক গেহলট ও বসুন্ধরা রাজে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮ জন।
জয়পুর: দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস (Corona)। এবার করোনা আক্রান্ত হলেন রাজস্থানের বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) ও তাঁর পূর্বতন বসুন্ধরা রাজের (Vasundhara Raje) কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। অশোক গেহলট ও বসুন্ধরা রাজে নিজেই টুইট করে তাঁদের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন।
গত কয়েকদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং তিনিও কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গত কয়েকদিন ধরেই তাঁর কোভিড উপসর্গ দেখা দিয়েছিল বলেও টুইটারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী গেহলট। সকলকে কোভিড সতর্কতা মেনে চলার বার্তা দিয়ে টুইটারে তিনি লিখেছেন, “আমি করোনার মৃদু উপসর্গে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ মেনে আমি আমার বাড়ি থেকে আগামী কয়েকদিন কাজ চালাব। আপনারা সকলে সাবধানে থাকুন এবং কোভিড প্রোটোকল মেনে চলুন।”
মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মতো তাঁর পূর্বতনও বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের কোভিড পরীক্ষা করার বার্তা দিয়ে বসুন্ধরা রাজের টুইট, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক আমি সম্পূর্ণভাবে আইসোলেশনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরাও কোভিড পরীক্ষা করান এবং সতর্কতা মেনে চলুন।”
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে, সোমবার পর্যন্ত রাজস্থানে ১৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সোমবারই ১৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। যার মধ্যে দিল্লি ও পঞ্জাবে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জন হলেন জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ডের বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলিতে নতুন করে গাইডলাইন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। কোভিড সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তবে কোভিড নিয়ে উদ্বিগ্ন না হওয়ারই বার্তা দিয়েছেন তিনি।