Modi-Charles Telephonic Conversation: ব্রিটেনের রাজাকে হঠাৎ ফোন প্রধানমন্ত্রী মোদীর, কথা হল বিভিন্ন বিষয়ে

Modi-Charles Telephonic Conversation: মঙ্গলবার ব্রিটেনের রাজার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কী বিষয়ে কথা হল দুই রাষ্ট্রনেতার?

Modi-Charles Telephonic Conversation: ব্রিটেনের রাজাকে হঠাৎ ফোন প্রধানমন্ত্রী মোদীর, কথা হল বিভিন্ন বিষয়ে
ব্রিটেনের রাজার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2023 | 8:16 PM

নয়া দিল্লি: মঙ্গলবার ব্রিটেনের রাজার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী এদিন প্রধানমন্ত্রী ফোন করেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে। দুই রাষ্ট্রনেতার মধ্যে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বিকল্প শক্তি ক্ষেত্রে অর্থ জোগানের অভিনব পন্থা ইত্যাদি। চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর এই প্রথম তাঁর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। ব্রিটেনের রাজাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর শাসন আমল যাতে সাফল্যমণ্ডিত হয়, সেই কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

পরে প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, “পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং কমনওয়েলথ-সহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে মহামান্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। এছাড়াও ভারতের জি২০ সভাপতিত্বের অগ্রাধিকার এবং মিশন লাইফ-এর সম্ভাবন নিয়েও আলোচনা হয়েছে।” আলোচ্য বিষয়গুলি নিয়ে ব্রিটেনের রাজা বরাবরই আগ্রহী ছিলেন এবং বিষয়গুলিতে তাঁর সমর্থন পাওয়া যায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এর জন্য রাজার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। রাজা তৃতীয় চার্লসকে তিনি জি২০ সভাপতিত্বের জন্য ভারতের অগ্রাধিকার সম্পর্কেও অবহিত করেছেন। মিশন লাইফ-এর প্রাসঙ্গিকতাও ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই উদ্যোগের মাধ্যমে ভারত পরিবেশগতভাবে স্থিতিশীল জীবনধারার প্রচার করতে চায়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে দুই রাষ্ট্রনেতা, কমনওয়েলথ অব নেশনসের ভবিষ্যৎ এবং কীভাবে এই গোষ্ঠীর কার্যকারিতা আরও জোরদার করা যায় সেই বিষয়ে মত বিনিময় করেছেন। দুই নেতাই জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু বন্ধনের কাজ করছে ব্রিটেনের ভারতীয় সম্প্রদায়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে সমৃদ্ধ করার ক্ষেত্রেও তাদের ভূমিকার প্রশংসা করেছেন রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী মোদী।