PM Narendra Modi: ‘রাম মন্দির থেকেই পালিত হবে আগামী রাম নবমী’, ঘোষণা প্রধানমন্ত্রীর
Ayodhya Ram Mandir: মঙ্গলবার রামলীলা ময়দানে আয়োজিত রাবণ দহনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে পৌঁছতেই তাঁকে শাল, রামের মূর্তি ও গদা দিয়ে স্বাগত জানানো হয়। রাবণের কুশপুতুলের দিকে অগ্নিবাণ ছুড়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী।
নয়া দিল্লি: দেখতে দেখতেই শেষ হয়ে গেল দুর্গা পুজো (Durga Puja)। আবারও এক বছরের অপেক্ষা। পুরাণ মতে, বিজয়া দশমীতে রাবণকে বধ করেছিলেন শ্রী রাম। অশুভের বিনাশ ও সত্যের জয়ের প্রতীক হিসাবেই দশমীর দিন রাবণের কুশপুতুল দাহ করা হয়। মঙ্গলবার এই রাবণ বধের অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দিল্লির দ্বারকার রামলীলা ময়দানে রাবণ দহনে সামিল হন তিনি। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি জানিয়ে দিলেন আগামী বছর অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) থেকে রাবণ দহন করা হবে।
মঙ্গলবার রামলীলা ময়দানে আয়োজিত রাবণ দহনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে পৌঁছতেই তাঁকে শাল, রামের মূর্তি ও গদা দিয়ে স্বাগত জানানো হয়। রাবণের কুশপুতুলের দিকে অগ্নিবাণ ছুড়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী।
VIDEO | “I wish all the countrymen a very happy Navratri and Vijayadashami. The festival symbolises the victory of good over evil,” says PM Modi during Dussehra celebrations at DDA ground in Dwarka, Delhi.#VijayaDashami2023 #Dussehra2023 #Dussehra pic.twitter.com/MFkZ5krAVw
— Press Trust of India (@PTI_News) October 24, 2023
সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশবাসীকে জানাই নবরাত্রি ও বিজয়া দশমীর শুভেচ্ছা। অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়ের বার্তা দেয় এই উৎসব।”
VIDEO | “Today, we are fortunate to see Lord Ram Temple being constructed on Ram Janmabhoomi in Ayodhya after a long wait. It is a sign of victory of our patience,” says PM Modi during Dussehra celebrations at DDA ground in Dwarka, Delhi.#VijayaDashami2023 #Dussehra2023… pic.twitter.com/et5YZGWNyc
— Press Trust of India (@PTI_News) October 24, 2023
ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই অযোধ্যার রাম মন্দিরের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমরা ভাগ্যবান যে দীর্ঘ অপেক্ষার পর অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির তৈরি হতে দেখতে পাচ্ছি আমরা”। তিনি আরও বলেন, “অযোধ্যায় আগামী রাম নবমী রামলালার মন্দিরেই পালিত হবে। এই মন্দির দীর্ঘ অপেক্ষার পর আমাদের ভারতীয়দের ধৈর্য্যের জয়ের প্রতীক।”