PM Narendra Modi: ‘প্রতিটা বল মাঠের বাইরে পাঠাতে হবে’, অনাস্থা প্রস্তাবকে সেমিফাইনাল অ্যাখ্যা প্রধানমন্ত্রীর

No Confidence Motion: বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "এটাকে লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল মনে করুন। অনাস্থা প্রস্তাবের আলোচনায় বিরোধীদের প্রত্যেকটি বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে।"

PM Narendra Modi: 'প্রতিটা বল মাঠের বাইরে পাঠাতে হবে', অনাস্থা প্রস্তাবকে সেমিফাইনাল অ্যাখ্যা প্রধানমন্ত্রীর
সংসদে ঢোকার সময়ও আলোচনায় মগ্ন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 11:48 AM

নয়া দিল্লি: মণিপুর ইস্যু (Manipur Violence) নিয়ে কেন্দ্রকে একঘরে করতে এককাট্টা বিরোধীরা (Opposition Parties)। চলতি অধিবেশন শুরুর পর থেকেই মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবি জানিয়ে যাচ্ছিল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বিবৃতির দাবি করেই বিরোধী জোটের তরফে অনাস্থা প্রস্তাব আনা হয়। আজ, ৮ অগস্ট থেকে লোকসভায় শুরু হবে অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) নিয়ে আলোচনা। তবে বিরোধীদের এই অনাস্থা প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অধিবেশন শুরুর আগেই বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই অনাস্থা প্রস্তাব আমাদের বিরুদ্ধে নয় বরং বিরোধীদের নিজেদের মধ্যে যে অবিশ্বাস রয়েছে, তার জন্যই এই প্রস্তাব। লাস্ট বলে যেভাবে ছক্কা হাঁকানো হয়, এটা বিরোধীদের কাছে সেই সুযোগ বলেই মনে করুন।”

বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এটাকে লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল মনে করুন। অনাস্থা প্রস্তাবের আলোচনায় বিরোধীদের প্রত্যেকটি বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে। এই বিরোধী জোট হল ঔদ্ধত্যের জোট। বিরোধীদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস রয়েছে।”

সূত্রের খবর, অনাস্থা প্রস্তাবে বিরোধীদের ইন্ডিয়া জোটকে দুর্নীতি, তুষ্টিকরণ, পরিবারবাদের মতো ইস্যুতে আক্রমণ করতে বলেছেন। আলোচনায় দুর্নীতি, পরিবারবাদ, তুষ্টিকরণের মতো ইস্যু যেন অবশ্যই তোলা হয়, তার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিরোধীদের কোনও গ্রহণযোগ্যতা নেই। নিজেদের বাধ্যবাধকতা থেকেই জোট করেছে বিরোধীদলগুলি।”