Sudan: সুযোগ পেলেই ফেরাতে হবে সুদানে আটকে থাকা ভারতীয়দের, পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
Sudan Civil War: শুক্রবার সুদানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করার জন্য একটি উচ্চ-স্তরের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে কী বললেন তিনি?
নয়া দিল্লি: শুক্রবার সুদানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করার জন্য একটি উচ্চ-স্তরের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিআইবি-র প্রেস বিবৃতি অনুসারে, বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের সর্বদা সজাগ থাকতে, সুদানের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং সুদানে ভারতীয় জনগণের নিরাপত্তার ক্রমাগত মূল্যায়ন করতে এবং তাদের সমস্ত রকম সহায়তা প্রদান করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হয়েছে, “তিনি (প্রধানমন্ত্রী মোদী) সমস্ত প্রাসঙ্গিক আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, সুদানের উন্নয়ন পর্যবেক্ষণ করতে এবং সুদানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার ক্রমাগত মূল্যায়ন করতে এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বলেছেন।” সুদানে যেভাবে দ্রুত পরিস্থিতি বদলাচ্ছে, সেই প্রেক্ষিতে ভারতীয়দের আকস্মিকভাবে সরিয়ে নিয়ে আসার জন্য পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সুদানের ভারতীয় রাষ্ট্রদূত বিএস মুবারক এবং সেনা ও অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে উপস্থিত এক পদস্থ কর্তা জানিয়েছেন, “সভা চলাকালীন, প্রধানমন্ত্রী মোদী সুদানের সাম্প্রতিক উন্নয়নের মূল্যায়ন করেছেন। বর্তমানে সেই দেশে ৩,০০০ জনেরও বেশি ভারতীয় নাগরিক আছেন। তাদের সুরক্ষার উপর ফোকাস করতে বলেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সেখানকার পরিস্থিতির একটি ‘ফার্স্ট হ্যান্ড রিপোর্ট’ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।” প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে সুদানে যুদ্ধের মধ্যে পড়ে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সুদানের প্রতিবেশি দেশগুলির সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখার উপর জোর দিয়েছেন তিনি। সুদানে থাকা ভারতীয় নাগরিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত শনিবার থেকে পূর্ব আফ্রিকার এই দেশে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়েছে। সেনাপ্রধানের নেতৃত্বে সেনাবাহিনী এবং উপ-সেনাপ্রদানের নেতৃত্বে আধাসেনার মধ্যে সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষের জেরে ৩০০ অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক ভারতীয়ও আছেন। ভারত সরকারের এক সূত্র জানিয়েছে, সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে সরকার। বৃহস্পতিবার, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি, সেই দেশে আটকে থাকা ভারতীয়দের সেখানকার ভারতীয় দূতাবাসে যেতে নিষেধ করেছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় দূতাবাসটি এখন ‘যুদ্ধক্ষেত্রের অধীনে’। দূতাবাসের কাজকর্ম চললেও, দূতাবাসের কর্মীরা বা আধিকারিকরা কেউই সেখানে থাকছেন না। কাজের শেষে তাঁরা শহরের অন্যত্র গিয়ে বাস করছেন।