PM Modi on Swami Samaranandji Maharaj: মনের কোঠায় অক্ষত বেলুড় মঠের সাক্ষাৎ, রামকৃষ্ণ মঠের মহারাজের প্রয়াণে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী
Swami Samaranandji Maharaj Demise: রামকৃষ্ণ মিশনের মহারাজের মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ২০২০ সালে বেলুড় মঠে স্বামী স্মরণানন্দজির মহারাজের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলাপচারিতার কথা স্মরণ করেন। চলতি মাসেও তিনি যখন বঙ্গ সফরে এসেছিলেন, সেই সময় স্বামীজিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
কলকাতা: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজি মহারাজ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভক্তদের মধ্যে। মহারাজের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করে লেখেন, “স্বামীজি অগুনতি মানুষের মনে ছাপ রেখে গিয়েছেন। তাঁর জ্ঞান ও সহানুভূতি আগামী প্রজন্মেও অনুপ্রাণিত করবে।”
মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজি মহারাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রামকৃষ্ণ মিশনের তরফে বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়।
রামকৃষ্ণ মিশনের মহারাজের মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ২০২০ সালে বেলুড় মঠে স্বামী স্মরণানন্দজির মহারাজের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলাপচারিতার কথা স্মরণ করেন। চলতি মাসেও তিনি যখন বঙ্গ সফরে এসেছিলেন, সেই সময় স্বামীজিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
Srimat Swami Smaranananda ji Maharaj, the revered President of Ramakrishna Math and Ramakrishna Mission dedicated his life to spirituality and service. He left an indelible mark on countless hearts and minds. His compassion and wisdom will continue to inspire generations.
I had… pic.twitter.com/lK1mYKbKQt
— Narendra Modi (@narendramodi) March 26, 2024
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “বিগত কয়েক বছর ধরে ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০২০ সালে বেলুড় মঠে ওনার সঙ্গে সাক্ষাতের কথা মনে পড়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে কলকাতাতেও আমি ওনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম ও স্বাস্থ্যের খবর নিয়েছিলাম। বেলুড় মঠের ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।”
Srimat Swami Smaranananda Ji Maharaj of Ramakrishna Math was a spiritual giant whose scholarly knowledge ignited minds with enlightenment and whose compassionate presence could fill hearts with divine bliss. Maharaj Ji’s absence leaves a void that will be difficult to fill but…
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 26, 2024