PM Modi to Address Lok Sabha: পাল্টা আক্রমণ নয়, সংসদে বিরোধীদের প্রশ্নের যুক্তিযুক্ত জবাব দিতেই আগ্রহী প্রধানমন্ত্রী

Budget session 2022: গত ৩১ জানুয়ারিই সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করা হয়েছিল। ওই ভাষণে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের সাফল্যের নানা দিক তুলে ধরেছিলেন।

PM Modi to Address Lok Sabha: পাল্টা আক্রমণ নয়, সংসদে বিরোধীদের প্রশ্নের যুক্তিযুক্ত জবাব দিতেই আগ্রহী  প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 7:11 AM

নয়া দিল্লি: সংসদে বিরোধীদের যাবতীয় প্রশ্নের জবাব দিতে প্রস্তুত সরকার, এ কথা প্রথমেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সেই মতোই চলতি বাজেট অধিবেশনে (Budget Session 2022) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে আজ, সোমবার লোকসভায় (Lok Sabha) বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংক্রমণ রুখতে এই অধিবেশনে সংসদের দুই কক্ষ-লোকসভা ও রাজ্যসভার অধিবেশনের সময় আলাদা করে দেওয়া হয়েছে। বর্তমানে বিকেলে লোকসভার অধিবেশন হচ্ছে। আজ বিকেলেই লোকসভায় বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী।

গত ৩১ জানুয়ারিই সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করা হয়েছিল। ওই ভাষণে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের সাফল্যের নানা দিক তুলে ধরেছিলেন। করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই এবং মহিলা ও কৃষকদের সাহায্যের প্রচেষ্টাও রাষ্ট্রপতির ভাষণে জায়গা পায়। স্বাধীনতার ৭৫ বছরে দাঁড়িয়ে, আগামী ২৫ বছরের মধ্যে দেশকে আধুনিক ভারত হিসাবে গড়ে তোলার জন্য় সকলের সহযোগিতা ও কঠোর পরিশ্রমের প্রয়োজন বলে জানান।

দেশকে আত্মনির্ভর বানাতে সরকার যে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অউর সবকা প্রয়াসে’র মন্ত্র অনুসরণ করছে, তার উপর ভিত্তি করেই আগামী ২৫ বছরের ভিত স্থাপন করা হচ্ছে, একথাও জানান রাষ্ট্রপতি।

১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার পর গত ২ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়। বাজেট অধিবেশনে লোকসভা ও রাজ্যসভায় এই বিষয়ে আলোচনার জন্য মোট ১২ ঘণ্টা করে ধার্য করা হয়েছে। ধন্য়বাদ প্রস্তাবে একদিকে যেমন কেন্দ্রের তরফে বিজেপি সাংসদরা সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরেছেন, তেমনই বিরোধী দলগুলির নেতারা মূল্যবৃদ্ধি ও বেকারত্ব সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেছেন।

বাজেট অধিবেশনের আলোচনা শুরু হয় বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদীর হাত ধরে। তিনিই প্রথম ধন্যবাদ প্রস্তাব আনেন। দ্বিবেদী জানান, বিগত পাঁচ বছরে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের শাসনে কৃষকদের উপর থেকে ৩৬ হাজার কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হয়েছে এবং সাড়ে চার লক্ষ কর্মসংস্থান করা হয়েছে। গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের জন্য কিছু না করে, শুধু মুখেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য কেন্দ্র ও উত্তর প্রদেশের পূর্ববর্তী সরকারেরও সমালোচনা করেন তিনি।

অন্যদিকে, বিরোধীদের তরফে প্রথম বক্তাই ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি কেন্দ্রকে দুষে দাবি করেন, বর্তমানে দুটি ভারত তৈরি হয়েছে। একটি ধনীদের, আরেকটি দরিদ্রদের, প্রতিদিন এই দুই ভারতের মধ্যে ব্যবধান বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই দুই ভারত সৃষ্টি করার জন্য দায়ী করে তাঁকেই এই দুই ভারতকে একত্রিত করার জন্য অনুরোধ জানান রাহুল। রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করেও তিনি দাবি করেন যে, রাষ্ট্রপতির ভাষণে দেশের সাধারণ মানুষ ও তাদের সমস্যার উল্লেখ ছিল না।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা