PM Modi’s Mann ki Baat: বর্ষশেষের বিদায়ী বার্তা প্রধানমন্ত্রীর, কোন বিষয় প্রাধান্য পাবে ‘মন কি বাতে’?
Mann ki Baat: প্রতি মাসের শেষ রবিবারে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। আজ বছরের শেষ রবিবারে ৮৪ তম পর্বে দেশবাসীর সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেবেন নমো।
নয়া দিল্লি: বর্ষশেষের শেষ বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের উন্নয়ন থেকে শুরু করে নানা সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, সবই মন কি বাত (Mann ki Baat) অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রতি মাসের শেষ রবিবারে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। আজ বছরের শেষ রবিবারে ৮৪ তম পর্বে দেশবাসীর সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেবেন নমো।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পরই মন কি বাত অনুষ্ঠানের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান শুরু করার পিছনে তাঁর চিন্তাভাবনা ছিল যে, দেশের ছোট বড় বিভিন্ন ঘটনা, উন্নয়ন, সাফল্য থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতা-সবই যেন দেশবাসীর সঙ্গে ভাগ করে নেওয়া যায়। একইসঙ্গে সাধারণ মানুষদের মতামতও শোনেন প্রধানমন্ত্রী। তাদের সাফল্যের নানা কাহিনী তুলে ধরেন, সরাসরি কথা বলেন তাদের সঙ্গে। ২০১৪ সালের ৩ অক্টোবর প্রথম সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। আজ চলতি বছরের শেষ মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
আজকের প্রধানমন্ত্রীর ভাষণে করোনা (COVID-19) ও ওমিক্রন (Omicron) সংক্রমণের উল্লেখ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণের সুরক্ষার কথা মাথায় রেখেই শনিবার রাতে জতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি জানান যে, দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ জানুয়ারি থেকে এই টিকাকরণ কর্মসূচি শুরু হবে। এছাড়া ১০ জানুয়ারি থেকে দেওয়া হবে করোনা টিকার প্রিকশন ডোজ়।
স্বাস্থ্যকর্মী এবং যাঁরা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, প্রথম পর্যায়ে তাঁদের দেওয়া হবে এই প্রিকশন ডোজ়। একইসঙ্গে ষাটোর্ধ্ব নাগরিকরা এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও এই প্রিকশন ডোজ় দেওয়া হবে। তবে সেক্ষেত্রে তাদের চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশ কতটা প্রস্তুত, তা চলতি সপ্তাহের বৃহস্পতিবারই পর্যালোচনা বৈঠকে খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী। গতকালের ভাষণেও সেই কথা উল্লেখ করেছিলেন নমো। তিনি বলেছিলেন, “দেশে বর্তমানে ১৮ লাখ আইসোলেশন বেড রয়েছে, ৫ লাখ অক্সিজেন সাপোর্টেট বেড রয়েছে, আইসিএই ও নন আইসিইউ বেডও তৈরি রয়েছে পর্যাপ্ত পরিমাণ। চার লাখ অক্সিজেন সিলিন্ডার গোটা দেশে দেওয়া হচ্ছে।”
এছাড়া চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে দেশের নাগরিকদের গণটিকা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা দেশের সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় এবং সম্মিলিত ইচ্ছার কারণে ১৪১ কোটি ভ্যাকসিন ডোজ়ের অত্যন্ত কঠিন লক্ষ্য পার করেছে।
প্রধানমন্ত্রীর এ দিনের বৈঠকে তাই করোনা ও ওমিক্রন নিয়ে সতর্কতা ও সাবধানতার বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে শিশুদের টিকাকরণ ও প্রিকশন ডোজ়ের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Delhi Air Pollution: বর্ষশেষের উদযাপনে দেদার পুড়ছে আতশবাজি, ফের ‘বিষিয়ে’ উঠল দিল্লির বাতাস!