PM Modi-Sheikh Hasina: পড়শি তো ঘরের মেয়েই! শেখ হাসিনাকে নিজের বাসভবনে আমন্ত্রণ মোদীর
India-Bangladesh Relations: বাংলাদেশ জি-২০-র সদস্য নয়, তবে জি-২০ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পাওয়ার পরই ভারতের তরফে প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়।
নয়া দিল্লি: জল্পনা আগেই ছিল, এবার সিলমোহর পড়ল। জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পড়শি দেশের প্রধানমন্ত্রীকে নিজের পরিবারের সদস্যের মতোই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সাউথ ব্লক বা হায়দরাবাদ হাউসে নয়, প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোককল্যাণ মার্গেই এই বৈঠক হবে।
বাংলাদেশ জি-২০-র সদস্য নয়, তবে জি-২০ সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পাওয়ার পরই ভারতের তরফে প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশই জি-২০ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে।
ঢাকার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হবে। তবে কখন এই বৈঠক হবে, তা এখনও জানা যায়নি।
সরকারি সূত্রে খবর, ভারত ও বাংলাদেশ- দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরতেই প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, জি-২০ সম্মেলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা ছিল শেখ হাসিনার। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পর বাংলাদেশে যাবেন। ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন শেষ হওয়ার পর তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন। সেই কারণেই বৈঠক তড়িঘড়ি এগিয়ে আনা হয়।
অন্যদিকে, জি-২০ সম্মেলনে যোগ দিতে আসার পথেই রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভও বাংলাদেশে যাবেন। আজ, ৭ সেপ্টেম্বর ২০ ঘণ্টার জন্য বাংলাদেশে থাকবেন লাভরভ।