PM Narendra Modi: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভা করবেন বারাসতে

Sandeshkhali: বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনেও উঠে এসেছে সন্দেশখালির প্রসঙ্গ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন সন্দেশখালির হিংসার ঘটনার তীব্র নিন্দা করেন। সন্দেশখালিতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। সেই ঘটনারও উল্লেখ করেন রাজনাথ সিং।

PM Narendra Modi: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভা করবেন বারাসতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2024 | 11:58 PM

নয়া দিল্লি: সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ঘটনার জল গড়িয়েছে সংসদ পর্যন্ত। এবার এই আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসেই রাজ্যে আসছেন তিনি (PM Narendra Modi)। শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনাতেই প্রধানমন্ত্রী জনসভা করবেন বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে। অন্যদিকে, বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে সন্দেশখালির ঘটনা তুলে নিন্দায় সরব হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

সূত্রের খবর, আগামী ৭ মার্চ বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উত্তর ২৪ পরগনার বারাসতে জনসভা করবেন। বারাসত থেকে বসিরহাটের সন্দেশখালির দূরত্ব খুব বেশি নয়। যখন সন্দেশখালি নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য, সেই সময় প্রধানমন্ত্রীর বারাসতে জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া সামনেই লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই ভোটের আগে প্রধানমন্ত্রীর বাংলা সফর এবং বারাসতে জনসভা নির্বাচনের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

অন্যদিকে, এদিন বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনেও উঠে এসেছে সন্দেশখালির প্রসঙ্গ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন সন্দেশখালির হিংসার ঘটনার তীব্র নিন্দা করেন। সন্দেশখালিতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। সেই ঘটনারও উল্লেখ করেন রাজনাথ সিং। তিনি বলেন, “সন্দেশখালিতে যা কিছু ঘটেছে এবং আমাদের কর্মীরা যে সাহসিকতার সঙ্গে এই নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে, তাঁদের সকলে আমি অভিনন্দন জানাতে চাই।” একইসঙ্গে ‘সন্দেশখালির ঘটনা সভ্য সমাজের কলঙ্ক এবং এর তীব্র নিন্দা করা উচিত’ বলে মন্তব্য করেন রাজনাথ সিং।

প্রসঙ্গত, উত্তপ্ত সন্দেশখালিতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে মাটিতে পড়ে গিয়ে জ্ঞানর হারান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়। অন্যদিকে, শেখ শাহজাহান ও তাঁর সাগরেদদের ধরার দাবিতে পথে নেমে প্রতিবাদ জানান সন্দেশখালির মহিলারাও। অবশেষে গত সপ্তাহে শাহজাহানের সাগরেদ উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তারপর শনিবার সন্ধ্যায় তাঁর আরেক সঙ্গী শিবু হাজরাও গ্রেফতার হন।