কেবল টিকাকরণ প্রক্রিয়াই নয়, ১৬ তারিখে কো-উইন অ্যাপেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সূত্রে জানা গিয়েছে, ভার্চুয়াল মাধ্যমে এই টিকাকরণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইদিনে টিকাকরণ ব্যবস্থায় নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য তৈরি কো-উইন অ্যাপেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

কেবল টিকাকরণ প্রক্রিয়াই নয়, ১৬ তারিখে কো-উইন অ্যাপেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 13, 2021 | 4:00 PM

নয়া দিল্লি: হাতে মাত্র আর কটা দিন, তারপরই দেশে শুরু হচ্ছে গণটিকাকরণ প্রক্রিয়া। টিকাকরণের এই বিশাল আড়ম্ভরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একইসঙ্গে তিনি কো-উইন (Co-WIN)অ্যাপটিরও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, সরকারি সূত্রে এমনটাই খবর।

এক বছর আগে শুরু হওয়া করোনা সংক্রমণে দেশে এক কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত। এরই মাঝে এক বছর ধরে নিরন্তর প্রচেষ্টায় দেশ-বিদেশের গবেষকরা তৈরি করেছেন বেশ কয়েকটি ভ্যাকসিন, যা করোনা সংক্রমণ রুখতে সক্ষম। ভারতে ইতিমধ্যেই কোভিশিল্ড (Covishield) ও কোভ্যাকসিন (Covaxin) নামক দুটি ভ্যাকসিনের জরুরীভিত্তিক ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে টিকাকরণ প্রক্রিয়া।

দেশের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনের প্রস্তুতি সম্পর্কে যাচাই করার পরই প্রধানমন্ত্রী টিকাকরণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেন। এর আগেই সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, “লোহরি, মকর সংক্রান্তি, পোঙ্গল, মাঘ বিহুর মতো আসন্ন নানা অনুষ্ঠানের বিষয়টি মাথায় রেখে একটি রিভিউ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১৬ জানুয়ারি থেকে করোনা টিকাকরণ শুরু করা হবে।”

আরও পড়ুন:‘ভারতীয় বিজ্ঞানীদের ওপর আস্থা নেই, এমন মুসলমানরা পাকিস্তান চলে যান’

সরকারি সূত্রে জানা গিয়েছে, ভার্চুয়াল মাধ্যমে এই টিকাকরণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইদিনে টিকাকরণ ব্যবস্থায় নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য তৈরি কো-উইন অ্যাপেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

টিকাকরণের প্রথম ধাপে তিন কোটি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির যোদ্ধারা টিকা পাবেন। তাঁদের সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে এই ভ্যাকসিন। দ্বিতীয় ধাপে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি ও কো-মর্ডিবিটি (Co-mordibity) রয়েছে, এমন ২৭ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। তারপর ধাপে ধাপে মাঝবয়সী ও শিশুদের টিকাকরণের প্রক্রিয়া শুরু হবে।

কো-উইন অ্যাপটির মাধ্যমে করোনার টিকা সরবরাহ, বন্টন, প্রদান ইত্যাদি বিষয়ের উপর নজরদারি করা হবে। টিকা নিতে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তবে সেই বিষয়টিও কো-উইন অ্যাপের মাধ্যমেই জানাতে হবে।

আরও পড়ুন: ‘সেনাবাহিনীতে ব্যভিচার অপরাধ হিসাবেই গণ্য হোক’, কেন্দ্রের আবেদন খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট