Narendra Modi: টিকাকরণের গতি নিয়ে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর, এনজিও-গুলিকে এগিয়ে আসার বার্তা

দেশ জুড়ে যখন দ্বিতীয় তরঙ্গের সঙ্গে লড়াই চলছে, তার মধ্যেই বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী।

Narendra Modi: টিকাকরণের গতি নিয়ে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর, এনজিও-গুলিকে এগিয়ে আসার বার্তা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 26, 2021 | 9:26 PM

নয়া দিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে এখনও লড়াই করছে ভারত। সংক্রমণের সংখ্যা কমলেও আশঙ্কা বাড়ছে তৃতীয় ঢেউ নিয়ে। এরই মধ্যে দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে দেশে যে হারে টিকাকরণ চলছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তবে তাঁর দাবি টিকাকরণ প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও এগিয়ে আসতে হবে।

দেশে টিকাকরণ প্রক্রিয়া কোন পথে এগোচ্ছে, সেই তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। কোন বয়সে কতজনকে বৈঠকে যে তথ্য উঠে আসে তাতে আশা দেখছেন প্রধানমন্ত্রী। জানানো হয়েছে, ১২৮টি জেলায় ৪৫ ঊর্ধ্বদের মধ্যে ৫০ শতাংশই টিকা পেয়ে গিয়েছেন। এদিকে দেশের ১৬টি জেলায় সেই হার পৌঁছে গিয়েছে ৯০ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, শনিবার পর্যন্ত সারা দেশে ৩১ কোটি টিকা দেওয়া হয়েছে। গত ৬ দিনে টিকা ‌নিয়েছেন ৩.৭৭ কোটি মানুষ। টিকাকরণের হারে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্চিত করুন, যাতে করোনা পরীক্ষার হার কোনভাবেই কমে না যায়। করোনা মোকাবিলায় টেস্ট একটা অন্যতম হাতিয়ার। যে কোনও এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে টেস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: শত্রুদের ভয় ধরিয়ে ৪৫ কিমি দূরের বস্তুকেও ধ্বংস করবে ‘পিনাকা’, সাফল্যের পালক ডিআরডিও-র মুকুটে

প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা রাজ্যগুলির সঙ্গে সংযোগ রেখে কাজ করেন। কো-উইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মানুষের উৎসাহ বেড়েছে বলেও উল্লেখ করেছেন আধিকারিকেরা। প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যাতে সব দেশকে সাহায্য করা হয়।