যোগা দিবসে সকাল সকাল জাতির উদ্দেশে ভাষণ মোদীর

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, যোগা দিবসের অনুষ্ঠানে ১৫ জন আধ্যাত্মিক নেতা ও যোগা গুরু থাকবেন।

যোগা দিবসে সকাল সকাল জাতির উদ্দেশে ভাষণ মোদীর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 20, 2021 | 7:07 PM

নয়া দিল্লি: সপ্তম আন্তর্জাতিক যোগা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। করোনা আবহে ভার্চুয়ালি হবে বক্তব্য পেশ করবেন নমো। সকাল সাড়ে ৬ টায় মোদীর ভাষণ বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হবে। খোদ প্রধানমন্ত্রী টুইট করে এ কথা জানিয়েছেন। টুইটে নমো লিখেছেন, “আগামিকাল ২১ জুন আমরা সপ্তম যোগা দিবস পালন করব। এ বার যোগা দিবসের থিম যোগা ফর ওয়েলনেস। শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য যোগায় লক্ষ্য থাকবে। সকাল সাড়ে ৬টা নাগাদ আমি বক্তব্য পেশ করব।”

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, যোগা দিবসের অনুষ্ঠানে ১৫ জন আধ্যাত্মিক নেতা ও যোগা গুরু থাকবেন। এর আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, যোগা দিবস থেকে বিনামূল্যে সারা দেশে টিকাকরণ শুরু হবে। ২১ জুন থেকে রাজ্যের হাতে বিনামূল্যে টিকা তুলে দেবে কেন্দ্র।

উল্লেখ্য, প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ ২০১৪ সালে খসড়া রেজলিউশনের ভিত্তিতে এই দিনকে আন্তর্জাতিক যোগা দিবস বলে ঘোষণা করেছিল। ১৭৭ দেশ এই প্রস্তাবে সমর্থন জুগিয়েছিল। রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইটে জানানো হয়েছে, এ বার যোগা দিবসের লক্ষ্য হল ‘ভাল থাকার জন্য যোগা’।

আরও পড়ুন: ২ সন্তান নীতি না মানলে বঞ্চিত হতে হবে সরকারি সুবিধা থেকে: হিমন্ত বিশ্ব শর্মা