PM Modi: দেবভূমিতে প্রধানমন্ত্রীকে উপহার সেই ‘ভোজ পত্র’, মহাভারতের সঙ্গে জুড়ে রয়েছে যার ইতিহাস
Narendra Modi: প্রাকৃতিক রঙে লিখতে হয় তাতে। সেই রঙ তৈরি হয় চুনা পাথর, নানা রকমের পাতা এবং বিভিন্ন রকমের ফুল থেকে।
উত্তরাখণ্ড: প্রাচীনকালের সেই ভোজ পত্র (Bhoj Patra)। তাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) ‘অভিনন্দন পত্র’ উপহার দিলেন জোশীমঠের সীমান্তবর্তী এলাকার উপজাতি সম্প্রদায়। একাধিক কর্মসূচিতে উত্তরাখণ্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ছিল এই সফরের প্রথম দিন। সেখানেই নীতি-মানা উপত্যকার উপজাতি সম্প্রদায় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে ভোজ পত্র উপহার দেন।
তাতে লেখা হয়েছে, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করা এবং যথাযথ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিবাদন জানাচ্ছেন তাঁরা। মূলত ভোজ পত্র হল হিমালয়ের পাদদেশে বেড়ে ওঠা বার্চ প্রজাতির একটি গাছ। যার জন্ম মূলত হিমালয়ের কোলে আড়াই হাজার থেকে ৩ হাজার উচ্চতায়। ভোজ পত্র সেই পাতা, যার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি চর্চার ইতিহাস। এই ভোজ পত্রের ছালেই মহাভারত এবং অন্যান্য প্রাচীন গ্রন্থ লেখা হয়েছিল।
ভোজ পত্রে লেখারও এক পরম্পরা রয়েছে। প্রাকৃতিক রঙে লিখতে হয় তাতে। সেই রঙ তৈরি হয় চুনা পাথর, নানা রকমের পাতা এবং বিভিন্ন রকমের ফুল থেকে। সেই রঙে রিঙ্গালের কলম চুবিয়ে লেখা হয় ভোজ পত্রে। দেবভূমির হস্তশিল্পে এই রিঙ্গালের কদর প্রাচীনকাল থেকে। এদিন প্রধানমন্ত্রীর হাতে সেই ভোজ পত্র তুলে দেন স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্রীমতী বীণা বড়ওয়াল।
उत्तराखंड के जोशीमठ के सीमावर्ती क्षेत्र नीति-माना घाटी के आदिवासी समुदाय द्वारा आज प्रधानमंत्री नरेंद्र मोदी को एक अनूठा ‘भोज पत्र’ भेंट किया गया। pic.twitter.com/q2rzYv8Q7O
— ANI_HindiNews (@AHindinews) October 21, 2022
প্রসঙ্গত, উত্তরাখণ্ডের মানা গ্রামে এদিন রাস্তা এবং রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “মানা গ্রাম ভারতের শেষ গ্রাম হিসাবে পরিচিত। কিন্তু এখন থেকে সীমান্ত এলাকায় অবস্থিত প্রত্যেকটি গ্রাম ভারতের প্রথম গ্রাম হিসাবে বিবেচিত হবে।”