VIDEO: ফাঁকা লেডিস কামরায় যুবতী ও পুলিশের এ কী কাণ্ড! তুমুল ভাইরাল

Police: ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রথম পুলিশ কর্মীর সামনে একটি চটুল গানে নাচতে শুরু করেছেন এক তরুণী। শুরুতে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন ওই হোমগার্ড। পরবর্তীতে তিনিও তাঁর সঙ্গে কোমর দোলাতে শুরু করেন।

VIDEO: ফাঁকা লেডিস কামরায় যুবতী ও পুলিশের এ কী কাণ্ড! তুমুল ভাইরাল
ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 1:45 PM

মুম্বই: রাতের ট্রেনে মহিলা কামরার নিরাপত্তার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। কিন্তু, সেখানেই এক মহিলার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উত্তাল নাচে মেতে উঠতে দেখা গেল মুম্বই পুলিশের (Police) এক কর্মীকে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। প্রশ্ন উঠেছে এসএফ গুপ্তা নামে ওই পুলিশ কর্মীর কণ্ডজ্ঞান নিয়ে। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত ৬ ডিসেম্বর রাতে। ওই দিন সেন্ট্রাল রেলওয়ের একটি লোকাল ট্রেন রাত ১০টা নাগাদ ডিউটিতে ছিলেন ওই পুলিশ কর্মী। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রথম পুলিশ কর্মীর সামনে একটি চটুল গানে নাচতে শুরু করেছেন এক তরুণী। শুরুতে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন ওই হোমগার্ড। পরবর্তীতে তিনিও তাঁর সঙ্গে কোমর দোলাতে শুরু করেন। 

সূত্রের খবর, ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জিআরপি। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতিরও অভিযোগ উঠেছে। সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, তাঁদের সব কর্মীদের কাছে ডিউটিতে থাকাকালীন ফোটো তোলা, ভিডিয়ো তোলা, সেলফি ক্ষেত্রে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু, তারপরেও কী করে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। 

ঘটনায় ইতিমধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে ওই হোমগার্ডকে। কেন তিনি এই কাজ করলেন সে বিষয়ে তাঁর থেকে উত্তরও চাওয়া হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি আবার একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গিয়েছে কেরলে। সেখানে ইদুক্কিতে একটি মেলায় কেপি শাহাজি নামে এক সাব-ইন্সপেক্টরকে নাচতে দেখা যায়। এই ঘটনায় তাঁকে সাসপেন্ডও করা হয়। এবার মুম্বইয়ের এ ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে।