Pravasi Gujarati Parv 2024: প্রবাসী গুজরাটিদের জন্য বিরাট অনুষ্ঠান, BCCI সভাপতি থেকে বলি অভিনেত্রী, অংশ নেবেন সকলে
Pravasi Gujarati Parv 2024: আজ, শনিবার আহমেদাবাদের গুজরাটে আয়োজিত হচ্ছে প্রবাসী গুজরাটি উৎসব। টিভি ৯ নেটওয়ার্ক ও উত্তর আমেরিকার ভারতীয়-আমেরিকান সংগঠনের উদ্যোগে মিলিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি প্রবাসী গুজরাটি পরবের দ্বিতীয় সংস্করণ। ২০২২ সালে প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়।
আহমেদাবাদ: প্রবাসী গুজরাটিদের জন্য বিশেষ অনুষ্ঠান। আজ, শনিবার আহমেদাবাদের গুজরাটে আয়োজিত হচ্ছে প্রবাসী গুজরাটি উৎসব। টিভি ৯ নেটওয়ার্ক ও উত্তর আমেরিকার ভারতীয়-আমেরিকান সংগঠনের উদ্যোগে মিলিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি প্রবাসী গুজরাটি পরবের দ্বিতীয় সংস্করণ। ২০২২ সালে প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়। প্রবাসী গুজরাটি পরবে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠান সূচি-
সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু-
শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে প্রবাসী গুজরাটি পরব, যা চলবে রাত ৯টা ১৫ মিনিট চলবে। প্রায় ১২ ঘন্টার এই অনুষ্ঠান মোট১৩টি খণ্ডে বিভাজিত। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হবে। পরবর্তী সেশনগুলিতে রাজনীতি, শিল্প, ব্যবসা, খেলাধুলা, বিনোদন, বিজ্ঞান, শিল্প ক্ষেত্রের প্রবাসী গুজরাটি বিশিষ্টজনরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে।
সকাল ১০ টা ৩৫মিনিটে প্রদীপ প্রজ্বলন করা হবে। মঞ্চে আমন্ত্রণ জানানো হবে সকল বিশিষ্ট ব্যক্তিদের। ১০ টা ৪৫ মিনিটে টিভি ৯ গুজরাটির চ্যানেলের প্রধান কল্পক কেকরে বক্তব্য দেবেন। এরপর এআইএএনএ সভাপতি সুনীল নায়ক বক্তব্য রাখবেন। এরপর টিভি৯ নেটওয়ার্কের চিফ গ্রোথ অফিসার সকল অতিথিদের অভ্যর্থনা জানাবেন। সকাল ১১টায় ফিজির উপ প্রধানমন্ত্রী বিমান প্রসাদ ভাষণ দেবেন।
সকাল ১১টা ১৫ মিনিট থেকে একে একে মঞ্চে বক্তব্য় রাখবেন হিন্দু ধর্ম আচার্য সভার আহ্বায়ক স্বামী পরমাত্মানন্দ জি, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কোষাধ্যক্ষ বিবেক মালিক ও আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি বক্তৃতা দেবেন। এরপরে, উদ্বোধনী অধিবেশনে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বিশেষ বক্তব্য রাখবেন।
সেশন প্রোগ্রাম
প্রথম অধিবেশন: দুপুর ১২টা থেকে ১২.২৫ মিনিট অবধি এই অনুষ্ঠান হবে। এই অধিবেশনের বিষয় হবে ‘দ্য প্যাসিফিক সোজার্ন – ক্যাঙ্গারু, কিউই এবং খান্ডভি’। সেশনটি পরিচালনা করবেন কার্তিকেয় শর্মা। অস্ট্রেলিয়ার সাংসদ জুলিয়া ফিন ও নিউজিল্যান্ডের প্রাক্তন মন্ত্রী মাইকেল উড এই অধিবেশনে অংশ নেবেন।
দ্বিতীয় অধিবেশন : ১২টা ২৫ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট অবধি এই অনুষ্ঠান হবে। এই অধিবেশনে উগান্ডার হাই কমিশনার জয়েস কিকাফুন্ডা উপস্থিত থাকবেন। এ ছাড়া উগান্ডার নিমিশা মাধবানি, যিনি সেখানকার সম্মানিত মাধবানি পরিবারের সদস্য। ইন্ডিয়ান ওভারসিজ ট্রাস্টের প্রেসিডেন্ট মিহির প্যাটেলও এই অধিবেশনে অংশ নেবেন। সেশনটি পরিচালনা করবেন কার্তিকেয় শর্মা এবং জয় ভাসাভাদা।
তৃতীয় অধিবেশন (12:50-1:15): দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১ টা ১৫ মিনিট অবধি এই অনুষ্ঠান চলবে। এই অধিবেশনে কেনিয়ায় ভারতীয় হাইকমিশনের ডেপুটি কমিশনার রোহিত ওয়াধওয়ানা, কেনিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর কেভিথ দেশাই এবং গুজরাটি সমাজের সভাপতি নিতিন মালভিয়া উপস্থিত থাকবেন। কার্তিকেয় শর্মা এবং ওজস রাওয়াল এই অধিবেশন পরিচালনা করবেন। এই অধিবেশনে গুজরাট ও কেনিয়ার বন্ধুত্ব নিয়ে আলোচনা হবে। এই অধিবেশনের পর মধ্যাহ্নভোজের অনুষ্ঠান হবে। দুপুর আড়াইটের পর শুরু হবে চতুর্থ অধিবেশন।
চতুর্থ অধিবেশন: দুপুর আড়াইটে থেকে ৩টে অবধি এই অধিবেশন হবে। এই পর্বে পদ্ম পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করা হবে। পদ্ম সম্মান প্রাপ্ত ভিক্ষুদান গাধবী ও সাহাবুদ্দিন রাঠোর বক্তব্য রাখবেন। অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকবেন চিরাগ গাধভী ও মিলিন্দ গাধভী।
পঞ্চম অধিবেশন: দুপুর ৩টে থেকে ৩টে ১৫ মিনিট অবধি এই অধিবেশনে গুজরাট বলিউডের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে। শেমারু এন্টারটেইনমেন্টের প্রধান কেতন মারু এবং পেন স্টুডিওর জয়ন্তীলাল গাদার সঙ্গে মুখোমুখি আলোচনা হবে। এই অধিবেশন পরিচালনা করবেন জয় ভাসাভাদা।
ষষ্ঠ অধিবেশন: দুপুর ৩টে ১৫ মিনিট থেকে ৩টে ৪৫ মিনিট অবধি এই অধিবেশন হবে। এই অধিবেশনে অংশ নেবেন বিদেশে বসবাসকারী প্রতিভাবান গুজরাটিরা। এই অধিবেশনে অংশ নেবেন ব্রিটেনের ইলিং-র মেয়র হিতেশ টেলর, হ্যারো-র মেয়র রামজি চৌহান, বাথ-র ডেপুটি মেয়র ড. ভারত পানখানিয়া এবং উগান্ডার প্রাক্তন এমপি সঞ্জয় তান্নার সঙ্গে আলোচনা হবে। এই অধিবেশনটি পরিচালনা করবেন কার্তিকেয় শর্মা এবং ওজস রাওয়াল।
সপ্তম অধিবেশন (3:45-4:15): দুপুর ৩টে ৪৫ মিনিট থেকে ৪টে ১৫ মিনিট অবধি এই অধিবেশন হবে। এই অধিবেশনে গুজরাটি কর্পোরেট কর্তাদের সঙ্গে আলোচনা হবে। অংশ নেবেন নিউরো অনকোলজিস্ট ডাঃ সুমুল রাওয়াল, সৌদি আরামকোর হেড অব পাওয়ার অ্যান্ড অপারেশনস, প্রশান্ত ভারা, নামকরা আইনজীবী তথা ইন্ডিয়ান বার অ্যাসোসিয়েশন অফ ইউকে-র সভাপতি জয়েশ জোটাঙ্গিয়া এবং পরিচালক যতীন করলা। এই অধিবেশনের পর একটি বিনোদন সেশনের আয়োজন করা হবে।
অষ্টম অধিবেশন : বিকেলে ৪.৩০ থেকে ৪ টে ৪৫ মিনিট অবধি এই সেশন চলবে। এই সেশনে কর্নার রুম কথোপকথন থাকবে। এই অধিবেশনে অংশগ্রহণ করবেন কেনিয়ার ক্রাউন পেইন্টস গ্রুপের সিইও রাকেশ রাও এবং সেজ ইক্যুইটির সিওও ইয়োমেশ ডেলিওয়ালা।
নবম অধিবেশন : বিকেল ৪টে ৪৫ থেকে বিকেল ৫টা ১৫ মিনিট অবধি এই সেশন হবে। এই অধিবেশনে গারবার উপরে আলোচনা হবে। ব্রিটিশ গুজরাটি কৌতুক অভিনেতা পার্লে প্যাটেলের সঙ্গে কথোপকথন হবে। আলোচনা হবে হোটেল ব্যবসায়ী এবং জেমস বার্ড পুরস্কার বিজয়ী শেফ চিন্তন পাণ্ডিয়ার সঙ্গেও। নিউইয়র্ক টাইমসের সেরা ১০টি রেস্তোরাঁর তালিকায় অন্তর্ভুক্ত ছিল পান্ডিয়ার রেস্তোরাঁ। এরপর চা বিরতি হবে।
দশম অধিবেশন : সন্ধে ৬টা ১৫ মিনিট থেকে সাড়ে ৬টা অবধি এই সেশন চলবে। বিখ্যাত গুজরাটি প্রযোজক আনন্দ পণ্ডিতের সঙ্গে কথোপকথন হবে।
একাদশ তম অধিবেশন: সন্ধে সাড়ে ৬টা থেকে ৭টা অবধি এই সেশনে আনন্দজি ভাই শাহ এবং কল্যাণজি ভাইয়ের ছেলে বিজ্জু শাহের সঙ্গে ফিউশন টিউন এবং গুজরাটি বিট নিয়ে কথোপকথন হবে। অধিবেশন পরিচালনা করবেন জয় ভাসাভাদা এবং চিরাগ।
দ্বাদশ অধিবেশন: সন্ধে ৭টা থেকে সাড়়ে ৭টা অবধি এই অধিবেশনে রিল ও রিয়েল দম্পতির সঙ্গে কথোপকথন হবে। কথা বলবে জনপ্রিয় অভিনেত্রী শেফালী শাহ ও প্রখ্যাত নির্মাতা বিপুল শাহের সঙ্গে।
ত্রয়োদশ অধিবেশন: সন্ধে সাড়ে ৭টা থেকে ৮টা অবধি এই অধিবেশন হবে। অংশ নেবেন বিসিসিআইয়ের সভাপতি জয় শাহ, নিউজিল্যান্ডের ক্রিকেটার দীপক প্যাটেল ও গুজরাটের ক্রিকেটাররা।
রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত থাকবে নৈশভোজের অনুষ্ঠান। রাত সাড়ে ৯টা থেকে গারবা নিয়ে একটি মাল্টি-মিডিয়া শো উপস্থাপন করা হবে।