INDIA Alliance: এলই না তৃণমূল, বিরোধ সিপিএমের সঙ্গে, ভোটের আগেই ছত্রখান ইন্ডিয়া জোট?
Parliament: শনিবার সংসদের বাজেট অধিবেশনের শেষদিনে রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাব আনছে সরকার। লোকসভায় বক্তব্য রাখবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সকল সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে। অন্যদিকে, এ দিনই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি তথা জোটের কনভেনার মল্লিকার্জুন খাড়্গে।
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই কি ভেঙে টুকরো টুকরো হবে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)? একদিকে নীতীশ কুমারের জেডিইউ (JDU) ও উত্তর প্রদেশের রাষ্ট্রীয় লোক দল (RLD) জোট ভেঙেছে। ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টিও। এবার সংসদে রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাবে (Motion of Thanks) অংশ নেওয়া নিয়েও চরম বিরোধ ইন্ডিয়া জোটের অন্দরে। বৈঠকে অংশই নিল না তৃণমূলের (TMC) কোনও সাংসদ। অন্যদিকে, ধন্যবাদ প্রস্তাবে অংশ নিতে নারাজ সিপিআইএমও।
আজ, শনিবার সংসদের বাজেট অধিবেশনের শেষদিনে রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাব আনছে সরকার। লোকসভায় বক্তব্য রাখবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সকল সাংসদকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে। অন্যদিকে, এ দিনই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি তথা জোটের কনভেনার মল্লিকার্জুন খাড়্গে।
প্রথমে মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বৈঠক ডাকা হলেও, পরে সংসদে বিরোধী দলনেতার ঘরেই বৈঠক হয়। সরকারের রাম মন্দির নিয়ে ধন্যবাদ প্রস্তাবে বিরোধীরা উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনও সাংসদই। লোকসভায় যখন ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে, সেই সময়ও উপস্থিত থাকবেন না তৃণমূলের কোনও সাংসদ, এমনটাই সূত্রের খবর।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, এদিনের বৈঠকে উপস্থিত সিপিআইএমের প্রতিনিধি জন ব্রিটা ইন্ডিয়া জোটের সদস্যদের ধন্যবাদ প্রস্তাবে উপস্থিত থাকা নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, “আজ পর্যন্ত সংসদে কখনও ধর্মীয় বিষয় নিয়ে কোনও প্রস্তাবনা আনা হয়নি। সংবিধানে লেখা রয়েছে, আমরা ধর্মনিরপেক্ষ দেশ। বিশেষ কোনও ধর্মকে তুলে ধরার জন্য সংসদে কখনও প্রস্তাবনা আনা উচিত নয়। এই ধরনের প্রস্তাবনার আলোচনায় অংশ নেওয়া উচিত নয়।”
ইন্ডিয়া জোটের সদস্যদের মধ্যে সংসদের প্রস্তাবনায় অংশ নেওয়া নিয়ে তুমুল মতবিরোধ বাধে। এরপরই কংগ্রেস আলাদাভাবে সংসদীয় বৈঠক করে, সেই বৈঠকেই কংগ্রেস ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কোন কোন দল অংশ নেবে, তার সিদ্ধান্তও এই দলগুলির উপরেই ছেড়ে দেয় কংগ্রেস।