Precaution dose of COVID 19: দ্বিতীয় ডোজ়ের ৯ মাস পর মিলবে প্রিকশন ডোজ়

Third dose of COVID 19: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় ডোজ় নেওয়ার নয় মাস অর্থাৎ ৩৯ সপ্তাহ পরেই মিলবে করোনা টিকার প্রিকশন ডোজ়

Precaution dose of COVID 19: দ্বিতীয় ডোজ়ের ৯ মাস পর মিলবে প্রিকশন ডোজ়
প্রিকশন ডোজ়ে কি ব্যবহার হবে নতুন টিকা?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 7:08 PM

নয়া দিল্লি : দেশে ১০ জানুয়ারি থেকে দেওয়া শুরু হবে করোনা টিকার তৃতীয় ডোজ় (Third dose of COVID Vaccine)। তার আগে যাবতীয় ব্লু প্রিন্ট তৈরি করে নেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় ডোজ় নেওয়ার নয় মাস অর্থাৎ ৩৯ সপ্তাহ পরেই মিলবে করোনা টিকার প্রিকশন ডোজ় (Precaution dose)।

কতদিন পর মিলবে করোনা টিকার প্রিকশন ডোজ়?

সোমবার কোউইন প্ল্যাটফর্মের প্রধান চিকিৎসক আর এস শর্মা করোনা টিকার দ্বিতীয় ডোজ় এবং প্রিকশন ডোজ়েক মধ্যে ব্যবধান কত হবে, তা জানিয়েছেন। আর এস শর্মা জানিয়েছেন, “যদি আপনার বয়স ৬০ বছরের বেশি হয় এবং আপনি উভয় ডোজ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনার দ্বিতীয় ডোজ় যেদিন নিয়েছেন, তার ৩৯ সপ্তাহ হয়ে যাওয়ার পরেই করোনার প্রিকশন ডোজ় পাওয়া যাবে।”

স্কুলের আইডি কার্ডেও হবে ছোটদের রেজিস্ট্রেশন

এর পাশাপাশি, ৩ জানুয়ারি থেকে ছোটদের করোনা টিকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে। আপাতত ছোটরা অর্থাৎ ১৫ বছর থেকে ১৮ বছর বয়সি কেবলমাত্র কোভ্যাক্সিনের ডোজ়ও পাবে। কোউইন প্ল্যাটফর্মের প্রধান আর এস শর্মা বলেছেন, “আমরা রেজিস্ট্রেশনের জন্য একটি অতিরিক্ত স্কুলের আইডি কার্ড যুক্ত করেছি – কারও কাছে আধার কার্ড বা অন্য কোনও আইডি কার্ড না থাকলে পড়ুয়ারা ওই অতিরিক্ত আইডি কার্ড ব্যবহার করতে পারবেন।”

প্রিকশন ডোজ়ে মিক্স অ্যান্ড ম্যাচ নয়

এদিকে সূত্রের খবর, তৃতীয় ডোজ়ের ক্ষেত্রে কোনও মিক্স অ্যান্ড ম্যাচ (Mix and Match) পদ্ধতিতে টিকাকরণ হবে না। অর্থাৎ, যিনি প্রিকশন ডোজ় নেবেন, তিনি এর আগে কোভ্যাক্সিন (Covaxin) বা কোভিশিল্ড (Covishield) – যে ডোজ় নিয়েছেন, তৃতীয় ডোজ় হিসেবে সেই ডোজ়ই দেওয়া হবে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে এখনও পর্যন্ত ওয়াকিবহাল মহল সূত্রে খবর, প্রিকশন ডোজ় অর্থাৎ করোনা টিকার তৃতীয় ডোজ়ের ক্ষেত্রে এর আগে সংশ্লিষ্ট ব্যক্তি যেটি নিয়েছিলেন, সেটিই দেওয়া হবে। দ্বিতীয় ডোজ় নেওয়ার নয় মাস পরে করোনা টিকার তৃতীয় ডোজ় দেওয়া হবে। প্রিকশন ডোজ় দেওয়ার প্রক্রিয়া কী হবে, তা নিয়ে আলোচনার জন্য সোমবার সকালেই বৈঠকে বসেছিলেন বিশেষজ্ঞরা।

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের পাশাপাশি আগামী ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধারাও প্রিকশন ডোজ় পাবেন। ষাটোর্ধ্ব ব্যক্তি ও যাদের কো-মর্ডিবিটি রয়েছে, তারাও এই প্রিকশন ডোজ় নিতে পারবেন। তারাও একইভাবে কো-উইন প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করতে পারবেন।

এক্ষেত্রে ডঃ আরএস শর্মা বলেন, “যাদের বয়স ৬০ বছরের বেশি এবং টিকার দুটি ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছে, তারাও কো-উইন প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করাতে পারবেন। যদি দ্বিতীয় ডোজ় থেকে যেদিন আপনি নাম রেজিস্ট্রার করছেন, তার মধ্যে ৩৯ সপ্তাহ বা ৯ মাসের ব্যবধান থাকে, তবেই নাম নথিভুক্ত করতে পারবেন।”

আরও পড়ুন: Covaxin for children: জানুয়ারি থেকে শুরু ছোটদের টিকাকরণ, কোন টিকা পাবে ১৫-১৮ বছর বয়সীরা?