গর্ভের সন্তানকে নিয়েই মৃত্যু করোনা আক্রান্ত চিকিৎসকের, শেষ ভিডিয়োতে ‘মেসেজ’ দিয়ে গেলেন ড. ডিম্পল অরোরা

এক সন্তানকে রেখে গেলেন তিনি। আর এক সন্তানের পৃথিবীর আলো দেখা হল না। অতিমারীর কাছে হার মানলেন দিল্লির চিকিৎসক।

গর্ভের সন্তানকে নিয়েই মৃত্যু করোনা আক্রান্ত চিকিৎসকের, শেষ ভিডিয়োতে 'মেসেজ' দিয়ে গেলেন ড. ডিম্পল অরোরা
পরিবারের সঙ্গে ডিম্পল
Follow Us:
| Updated on: May 12, 2021 | 5:20 PM

নয়া দিল্লি: অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াইতে জিতে যাচ্ছেন অনেকেই। তবে যে দিন ভাইরাসের সঙ্গে মানুষের লড়াইতে একজনেরও হার হবে না, সে দিনই হয়ত হবে আসল যুদ্ধ জয়। তাই মৃত্যুর কাছে হার মানার আগে সবাইকে আরও একবার সতর্ক করে গেলেন দিল্লির চিকিৎসক। ৩৪ বছরের ড. ডিম্পল অরোরার মৃত্যুর সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো থেকে বঞ্চিত থাকল তাঁর গর্ভের সন্তানও।

ভারতে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের মৃত্যুর পরিসংখ্যান সামনে আসছে। আর এই ডিম্পলদের হারিয়ে যাওয়ার গল্প বারবার মনে করিয়ে দিয়ে যাচ্ছে কতটা সতর্ক হওয়া প্রয়োজন। সাত মাসের গর্ভবতী ছিলেন ডেন্টিস্ট ডিম্পল। এই অবস্থায় করোনা আক্রান্ত হন তিনি। পজিটিভ রিপোর্ট আসার কয়েকদিনের মধ্যেই গর্ভে মৃত্যু হয় তাঁর সন্তানের। আর তার ঠিক পরের দিন মৃত্যু কাছে হার মানেন ডিম্পল।

মৃত্যুর ঠিক আগের দিন একটি ভিডিয়োতে তিনি বার্তা দেন, ‘ভাইরাসকে মোটেই হালকাভাবে নেবেন না।’ ২০ সেকেন্ডের ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি খুব কষ্ট করে এই ভিডিয়ো বানাচ্ছি। আমি প্রত্যেককে বলতে চাই, ভাইরাসকে একেবারে সহজভাবে নেবেন না। ভয়ঙ্কর উপসর্গ দেখা দিচ্ছে। আমি কথা বলতে পারছি না। তবু আমি আমার বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।’ ডিম্পলের মৃত্যুর পর ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তাঁর স্বামী।

আরও পড়ুন: করোনায় আর কমবে না অক্সিজেনের মাত্রা, জলে গুলে খেতে হবে একটি গুঁড়ো ওষুধ! নয়া আবিষ্কারে স্বস্তিতে চিকিৎসকরা

ডিম্পলের স্বামী রবিশ চাওলা জানিয়েছেন, আক্রান্ত হওয়ার দিন দশেক পরে ডিম্পলের অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে রেডেজিভির দেওয়া হয়, দু রাউন্ড প্লাজমা থেরাপিও করা হয়। কিন্তু তারপরও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর চিকিৎসকেরা দেখেন গর্ভে তাঁর সন্তানের হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে। এরপর চিকিৎসকেরা চেয়েছিলেন গর্ভপাত করিয়ে দিতে, যাতে ডিম্পলের কোনও সমস্যা না হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় তাঁর। ডিম্পলের এক তিন বছরের সন্তানও রয়েছে।