President Draupadi Murmu: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Queen Elizabeth II: রানির দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীর ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছিলেন।
নয়া দিল্লি: সম্প্রতি মারা গিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Second Elizabeth)। রানির মৃত্যুতে গত রবিবার দেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছিল। রানির মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে রাজার দায়িত্ব নিয়েছেন তৃতীয় চার্লস (King Third Charles)। ভারত সরকারের তরফে রানির এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেপ্টেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ অবধি লন্ডনে থাকবেন ভারতের রাষ্ট্রপতি।
৮ সেপ্টেম্বর দীর্ঘ ৭০ বছর শাসন করার পর স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানি এলিজাবেথ ব্রিটেনের সব রাজ্যগুলির প্রধান ছিলেন এবং কমনওয়েলথ দেশগুলির প্রধানের দায়িত্বও তিনি পালন করতেন। ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যু সম্পন্ন হবে।
রানির দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীর ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছিলেন। রানির মৃত্যুর পর ১২ সেপ্টেম্বর দিল্লির ব্রিটিশ হাই কমিশনে গিয়ে ভারত সরকারের তরফে রানির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ১১ সেপ্টম্বর ভারতে জাতীয় শোক পালন করা হয়েছিল।
রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের শাসনকালে ব্রিটেন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকেটাই মজবুত হয়েছিল। রানির মৃত্যুর পর ভারতের বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কমনওয়েলথ দেশগুলির প্রধান হিসেবে ব্রিটেনের রানি জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শুধুমাত্র ভারতই নয়, রানির মৃত্যুর পর বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রপ্রধানরা শোকপ্রকাশ করেছিলেন। আমেরিকা, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা রানির শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।