লোকসভা অধিবেশনের আগে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

PM Narendra Modi : অতিমারি পরিস্থিতিতেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন।

লোকসভা অধিবেশনের আগে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
ছবি টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 10:25 PM

নয়া দিল্লি: সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। রাষ্ট্রপতি ভবনের তরফে টুইট করে এই বৈঠকের কথা জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। বেশ কিছু তাৎপর্যপূর্ণ বিষয়ে জানান।’

আগামী ১৯ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। ১৩ অগস্ট পর্যন্ত অধিবেশন চলবে। বাদল অধিবেশন শুরুর আগেই সর্বদলীয় বৈঠক ডেকেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আগামী ১৮ জুলাই এই বৈঠক হবে। আবার, একই দিনে সংসদীয় বিষয়ক মন্ত্রকের তরফেও একটি সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ১৮ জুলাই সকাল ১১টা নাগাদ ওই বৈঠকটি হওয়ার কথা। সমস্ত রাজনৈতিক দলকেই উপস্থিত থাকতে বলা হয়েছে সেখানে। অন্যদিকে, সংসদের এনডিএ নেতারাও একই দিনে একটি বৈঠক করবেন।

বৃহস্পতিবার রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার আগে সকালে বারাণসীতে নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইআইটি-বিএইচইউ গ্রাউন্ডে ১৫০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। একইসঙ্গে বারাণসীতে ‘রুদ্রাক্ষ’ নামে একটি সম্মেলন গৃহের উদ্বোধনও করেন নরেন্দ্র মোদী। ঘুরে দেখেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও শিশু স্বাস্থ্য বিভাগ। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। আরও পড়ুন: স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবে জয়েন্ট পরীক্ষার্থীরা, রাজ্যের আবেদনে সাড়া রেলের

COVID third Wave