Narendra Modi: ৪১ হাজার কোটি টাকায় ২০০০ প্রকল্প, নমোর হাত ধরে ইতিহাস লিখছে ভারতীয় রেল
Indian Railways: সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করতে চলেছেন দু'হাজার রেলওয়ে প্রকল্পের। রেলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই দু'হাজার প্রকল্পের খাতে মোট খরচ হবে ৪১ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে এই ঐতিহাসিক মুহূর্তের কথা তুলে ধরে জানিয়েছেন, ৪১ হাজার কোটি টাকা ব্যয়ে রেলের পরিকাঠামো উন্নয়নের এই ২০০০টি প্রকল্প তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করছেন।
নয়া দিল্লি: এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে ভারতীয় রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে, এক বিশাল কর্মযজ্ঞের সূচনা করছে ভারতীয় রেল। সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করতে চলেছেন দু’হাজার রেলওয়ে প্রকল্পের। রেলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই দু’হাজার প্রকল্পের খাতে মোট খরচ হবে ৪১ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে এই ঐতিহাসিক মুহূর্তের কথা তুলে ধরে জানিয়েছেন, ৪১ হাজার কোটি টাকা ব্যয়ে রেলের পরিকাঠামো উন্নয়নের এই ২০০০টি প্রকল্প তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করছেন।
Today is a historic day for our Railways!
At 12:30 PM, 2000 railway infrastructure projects worth over Rs. 41,000 crores will be dedicated to the nation.
In order to enhance the travel experience, 553 stations will be redeveloped under the Amrit Bharat Station Scheme. The… https://t.co/ddKNWiGIn4
— Narendra Modi (@narendramodi) February 26, 2024
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা আরও সুন্দর করে তোলার জন্য ৫৫৩টি রেল স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় এই নতুন করে স্টেশন সাজানোর কাজ হবে। আজ প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে এই প্রকল্পগুলির শিলান্যাস হতে চলেছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে রেলের বিভিন্ন ওভার ব্রিজ ও আন্ডারপাসের আজ উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এক্স হ্যান্ডেলে এই বিশাল কর্মযজ্ঞের কথা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, এই প্রকল্পগুলির ফলে আমজনতার জীবনযাত্রা আরও সহজ হবে।
Countdown begins!!
✅2000 Projects ✅Rs. 41,000 Crore pic.twitter.com/QA0bRglyRW
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 25, 2024
প্রসঙ্গত, আজ প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে যে ৫৫৩টি রেল স্টেশন নতুন করে সাজিয়ে তোলার কাজের শিলান্যাস হবে, তার জন্য খরচ হচ্ছে ১৯ হাজার কোটি টাকারও বেশি। এই স্টেশনগুলির ভূমিকা হবে শহরের মধ্যমণির মতো, যা স্টেশনের উভয় দিকের শহরের অংশকে যুক্ত করবে। এখাবে রুফ প্লাজা, ফুড কোর্ট থেকে শুরু করে সমস্ত ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে।