WITT 2024: ‘মোদী প্রকৃত দেশপ্রেমিক’, নমোর ভূয়সী প্রশংসা অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর গলায়

Tony Abbott: হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মলনে নিজের বক্তব্যের শুরুতেই ভারতের বন্দনা শোনা গিয়েছে টনি অ্যাবটের কথা। তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরে বলা হত, ভারতের দারুণ সম্ভাবনা। কিন্তু আধুনিক ভারত শুধু সম্ভাবনার স্তরেই আটকে নেই। বরং এমন এক দেশ যা ইতিমধ্যেই প্রচুর সাফল্য অর্জন করেছে। এটা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। কয়েক বছরের মধ্যেই তা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

WITT 2024: ‘মোদী প্রকৃত দেশপ্রেমিক’, নমোর ভূয়সী প্রশংসা অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর গলায়
অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবটImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Feb 26, 2024 | 10:48 AM

নয়াদিল্লি: টিভি৯ নেটওযার্ক আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শুরুতেই বক্তৃতা করেন তিনি। নিজের বক্তব্যে ভারতের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ভারত যে এশিয়ার সুপার পাওয়ার সে কথাও স্মরণ করিয়েছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেছেন অ্যাবট।

হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মলনে নিজের বক্তব্যের শুরুতেই ভারতের বন্দনা শোনা গিয়েছে টনি অ্যাবটের কথা। তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরে বলা হত, ভারতের দারুণ সম্ভাবনা। কিন্তু আধুনিক ভারত শুধু সম্ভাবনার স্তরেই আটকে নেই। বরং এমন এক দেশ যা ইতিমধ্যেই প্রচুর সাফল্য অর্জন করেছে। এটা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। কয়েক বছরের মধ্যেই তা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।” উন্নয়নশীল দেশ হলেও সিংহভাগ ভারতবাসী যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা ভোগ করেন তার তালিকাও দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।

ভারতের গণতন্ত্রের প্রসঙ্গও উত্থাপন করেন মোদী। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা এবং গণতান্ত্রিক পরিসরের প্রশংসা করেছেন। এই প্রসঙ্গেই মোদীর বিষয়েও উচ্ছ্বসিত দেখিয়েছে অ্যাবটকে। তিনি বলেছেন, “পশ্চিমী দুনিয়ার কোথাও কোথাও নরেন্দ্র মোদীকে হিন্দু জাতীয়তাবাদী হিসাবে অ্যাখ্যা দেওয়া হয়। কিন্তু আমার কাছে মোদী একজন প্রকৃত দেশপ্রেমিক।” এর পরই তিনি বলেছেন, “মোদীর নেতৃত্বে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে। যে ভাবে ভারত এগিয়ে যাচ্ছে, তাতে ভারতের প্রধানমন্ত্রী, মার্কিন রাষ্ট্রপতির মতোই ক্ষমতাধর হয়ে উঠবে।”