Poverty in India: দারিদ্র দূরীকরণে দুর্দান্ত সাফল্য মোদী জমানায়, তরতরিয়ে বাড়ছে গৃহস্থালির খরচ

NITI Aayog: হাউসহোল্ড কনসাম্পশন এক্সপেনডিচার সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে শহুরে ও গ্রামীণ উভয় জায়গাতেই গৃহস্থালির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় ক্ষেত্রেই প্রায় আড়াই গুণ বেড়েছে গৃহস্থালির খরচ। ২০১১-১২ সালে মাথাপিছু মাসিক গড় খরচ যা ছিল, সেখান থেকে লম্বা লাফ দিয়েছে গত এক দশকে।

Poverty in India: দারিদ্র দূরীকরণে দুর্দান্ত সাফল্য মোদী জমানায়, তরতরিয়ে বাড়ছে গৃহস্থালির খরচ
প্রতীকী ছবি Image Credit source: Pi
Follow Us:
| Updated on: Feb 26, 2024 | 11:24 AM

নয়া দিল্লি: মোদী জমানায় উন্নতি ও বিকাশের নয়া দিগন্ত খুলে গিয়েছে ভারতের কাছে। তারই আরও এক ঝলক এবার উঠে এল নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়মের গলায়। ভারতে দারিদ্রের হার বর্তমানে কমে পাঁচ শতাংশের নীচে নেমে গিয়েছে। সাম্প্রতিক হাউসহোল্ড কনসাম্পশন এক্সপেনডিচার সার্ভের (গৃহস্থালির খরচের সমীক্ষা) রিপোর্ট তুলে ধরে এ কথা জানালেন নীতি আয়োগের সিইও।

২০২২ সালের অগস্ট মাস থেকে ২০২৩ সালের জুলাই, গোটা এক বছর ধরে এই সমীক্ষা চালানো হয়েছে। দেশে বর্তমানে গৃহস্থালির খরচের উপর একটি সুচারু বিশ্লেষণ করা হয়েছে এই সমীক্ষার মাধ্যমে, যার মাধ্যমে দেশের বর্তমান দারিদ্রের হার কোন পর্যায়ে, তো বোঝা যায়। নীতি আয়োগে সিইও সুব্রমণিয়মের কথায়, দারিদ্র দূরীকরণে কতটা সাফল্য এল, তা নির্ধারণ করার ক্ষেত্রে একটি প্রধান মেট্রিক হল গৃহস্থালির খরচের হিসেব।

হাউসহোল্ড কনসাম্পশন এক্সপেনডিচার সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে শহুরে ও গ্রামীণ উভয় জায়গাতেই গৃহস্থালির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় ক্ষেত্রেই প্রায় আড়াই গুণ বেড়েছে গৃহস্থালির খরচ। ২০১১-১২ সালে মাথাপিছু মাসিক গড় খরচ যা ছিল, সেখান থেকে লম্বা লাফ দিয়েছে গত এক দশকে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মাসিক মাথাপিছু গড় খরচ সাড়ে ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৫১০ টাকা। উল্লেখযোগ্যভাবে বেড়েছে গ্রামীণ এলাকায় মাথাপিছু গড় মাসিক খরচ। সেখানে ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে মাথাপিছু গড় মাসিক খরচ হয়েছে ২ হাজার টাকার কিছু বেশি। টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে উল্লেখ, এই সব তথ্য তুলে ধরে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়ম বলেছেন, দেশে বর্তমানে দারিদ্রের হার ৫ শতাংশ বা তার কম হতে পারে।