Maria Didi in WITT: ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে ভুল করছে মলদ্বীপ! TV9-কে বোঝালেন মারিয়া দিদি

What India Thinks Today: দিদি-র মতে, ভারত মহাসাগর বর্তমানে 'হটস্পট' হয়ে উঠছে। রেষারেষি বাড়ছে। আর তারই প্রভাব পড়ছে মলদ্বীপের অন্দরে। তিনি উল্লেখ করেন, মলদ্বীপে যে কোনও বিপদে সবার আগে এগিয়ে আসতে পারে ভারত। সুনামি হলে সবার আগে ভারতের কাছে সাহায্য চাইতে হবে।

Maria Didi in WITT: ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে ভুল করছে মলদ্বীপ! TV9-কে বোঝালেন মারিয়া দিদি
মারিয়া আহমেদ দিদিImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Feb 26, 2024 | 11:46 AM

নয়া দিল্লি: ভারতই প্রথম দেশ যেখানে আমি বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে পেয়েছি, প্রথম গণতন্ত্র দেখেছি। TV9 নেটওয়ার্কের কনক্লেভে অংশগ্রহণ করে এমনটাই বললেন মলদ্বীপের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি। সম্প্রতি ভারত ও মলদ্বীপের সম্পর্ক নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে, তা যে তিনি ভাল চোখে দেখছেন না, সে কথা বুঝিয়ে দিয়েছেন এই প্রাক্তন মন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রতিবেশী দেশ তথা ভারতের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রেখে চলতে চেয়েছে মলদ্বীপ। কিন্তু তার উল্টো পথে হাঁটছে বর্তমান মুইজ্জু নেতৃত্বাধীন সরকার।

বিশ্ব শান্তিতে ভারত কী ভূমিকা নিতে পারে সে বিষয়ে এদিন আলোচনা হয় TV9 নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভে। সেখানে অংশ নিয়ে মারিয়া দিদি বলেন, আমরা ক্ষোভ বিক্ষোভ সমর্থন করি না কখনও। আমরা আলোচনায় বিশ্বাস করি। কিন্তু মলদ্বীপের বর্তমান সরকার অন্যরকম প্রতিক্রিয়া দিয়েছেন সম্প্রতি। এটা কাম্য নয়। তিনি উল্লেখ করেন, বরাবর মলদ্বীপে কোনও সরকার ক্ষমতায় এলে তাদের প্রথম বিদেশ সফর হয় ভারতে।

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরের পর বিতর্কের সূত্রপাত হয়। মলদ্বীপের সাংসদ জাহিদ রমিজ-সহ মলদ্বীপ সরকারের তরফে অনেকেই দাবি করেন, মলদ্বীপের পর্যটন যাতে ধাক্কা খায়, সেই কারণেই এই পদক্ষেপ করেছেন মোদী। বিতর্ক এতদূর গড়ায় যে মলদ্বীপ বয়কটের পক্ষে সরব হন বহু ভারতীয়। তবে এই দ্বন্দ্বের পথে হেঁটে যে ভুল করছে মলদ্বীপ সরকার, সে কথা আগেও বলেছেন সে দেশের বিরোধীরা। এবার TV9-এর কনক্লেভে এসে সেই বিষয়ে মুখ খুললেন মারিয়া দিদি।

দিদি-র মতে, ভারত মহাসাগর বর্তমানে ‘হটস্পট’ হয়ে উঠছে। রেষারেষি বাড়ছে। আর তারই প্রভাব পড়ছে মলদ্বীপের অন্দরে। তিনি উল্লেখ করেন, মলদ্বীপে যে কোনও বিপদে সবার আগে এগিয়ে আসতে পারে ভারত। সুনামি হলে সবার আগে ভারতের কাছে সাহায্য চাইতে হবে। কখনও জাহাজ ফেটে তেল যদি সমুদ্রে মেশে তাহলে তার প্রভাব ধ্বংসাত্মক হবে মলদ্বীপে। তখন ভারতই সাহায্য় করবে বলে মনে করেন তিনি।

মারিয়া দিদি আরও বলেন, তাঁরা সরকারে থাকাকালীন সবসময় ভাল সম্পর্ক রেখে চলেছেন প্রতিবেশী দেশের সঙ্গে। তিনি বলেন, “আমরা চাই না, আমাদের এলাকায় কোনও ছায়াযুদ্ধ হোক। ইউক্রেন থেকে আগে বহু মানুষ আসতেন মলদ্বীপে, যুদ্ধের পর আর আসছেন না। বড় প্রভাব পড়েছে মলদ্বীপের পর্যটনে। তাই আমরা কারও পক্ষ নিতে আমরা চাই না। কোনও রেষারেষিতে যেতে চাই না।”