Teacher Harassed: জরুরি কাজের অছিলায় শিক্ষিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ স্কুল মালিকের বিরুদ্ধে

যৌন নির্যাতনের শিকার হওয়া ওই শিক্ষিকার অভিযোগ, স্কুলের মালিক তাঁকে প্রথম বার ধর্ষণ করেছিলেন এ বছর ফেব্রুয়ারি মাসে। সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন অভিযুক্ত। অভিযোগ, সেই ভিডিয়ো দেখিয়ে প্রায়শই ওই শিক্ষিকাকে তাঁর সঙ্গে যৌনতা করতে বাধ্য করেছিলেন। এ ভাবে গত কয়েক মাসে বেশ কয়েক বার হেনস্থার শিকার হয়েছিলেন ওই শিক্ষিকা।

Teacher Harassed: জরুরি কাজের অছিলায় শিক্ষিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ স্কুল মালিকের বিরুদ্ধে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 1:27 PM

নয়াদিল্লি: স্কুলের মধ্যে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। বেসরকারি স্কুলের মালিক ওই শিক্ষিকাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়। বুধবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। অভিযুক্ত স্কুল মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আদালতে তোলা হলে অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

যৌন নির্যাতনের শিকার হওয়া ওই শিক্ষিকার অভিযোগ, স্কুলের মালিক তাঁকে প্রথম বার ধর্ষণ করেছিলেন এ বছর ফেব্রুয়ারি মাসে। সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন অভিযুক্ত। অভিযোগ, সেই ভিডিয়ো দেখিয়ে প্রায়শই ওই শিক্ষিকাকে তাঁর সঙ্গে যৌনতা করতে বাধ্য করেছিলেন। এ ভাবে গত কয়েক মাসে বেশ কয়েক বার হেনস্থার শিকার হয়েছিলেন ওই শিক্ষিকা। এ বিষয়ে পুলিশের এক আধিকারিক বলেছেন, “ওই শিক্ষিতা স্কুলের ডিউটিতে ছিলেন তখন তাঁকে জরুরিকাজের জন্য নিজের কেবিনে ডেকে পাঠিয়েছিলেন অভিযুক্ত। এবং তাঁকে যৌন হেনস্থা করেন।”

বার বার নির্যাতনের শিকার হয়ে অবসাদে ভুগছিলেন ওই শিক্ষিকা। সম্প্রতি তিনি গোটা ঘটনার কথা স্বামীকে জানিয়েছিলেন। গত সপ্তাহে ওই শিক্ষিকা ও তাঁর স্বামী স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন স্কুলের মালিকের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করে পুলিশ। এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। মঙ্গলবার চুহাড়পুর আন্ডারপাসের কাছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এর পর আদালতে তুললে তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।