মাস্ক না পরার জরিমানা এখন ১০০০ টাকা! ফের নাইট-কার্ফু শুরু পঞ্জাবে
একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছে পঞ্জাব সরকার (Punjab Govt), নাইট-কার্ফু (Night Curfew) জারি করার পাশাপাশি মাস্ক না পরলে জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Capt Amarinder Singh)
TV9 বাংলা ডিজিটাল: করোনা (Coronavirus) সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বুধবার নতু্ন করে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছে পঞ্জাব সরকার (Punjab Govt)। ফের নাইট-কার্ফু (Night Curfew) জারি করার পাশাপাশি মাস্ক না পরলে জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Capt Amarinder Singh)। একই সঙ্গে শারীরিক দূরত্ববিধি পালনের বিষয়টিও আরও গুরুত্ব সহকারে মানতে হবে এখন থেকে।
Punjab Chief Minister Captain Amarinder Singh orders night curfew in all towns and cities from 10 pm to 5 am and doubles fine for flouting #COVID19 appropriate behaviour to Rs 1000, with effect from December 1. pic.twitter.com/VHe6yzdiSB
— ANI (@ANI) November 25, 2020
সামাজিক অনুষ্ঠান পালনের ক্ষেত্রেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বিয়ের লজ হোক বা হোটেল-রেস্তোরাঁ, রাত সাড়ে ৯টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। নাইট-কার্ফু রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে। সরকারের বিধি-নিষেধকে যাতে কেউ হাল্কাভাবে না নেয় সেই সতর্কবার্তাও এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে দিয়েছেন ক্যাপ্টেন। আগে মাস্ক না পরে বাইরে বের হওয়ার যে জরিমানা ৫০০ টাকা ছিল, সেটাই এখন বেড়ে ১০০০ টাকা হয়েছে পঞ্জাবে। আগামী ১৫ ডিসেম্বর সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে নাইট-কার্ফু এবং বাকি নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে কিনা।
লক্ষ্যণীয় বিষয়, একাধিক রাজ্য মাস্ক না পরে বাইরে বের হওয়ার ক্ষেত্রে জরিমানা চালু করলেও পশ্চিমবঙ্গ সরকার সেরকম কোনও পদক্ষেপ করার পথে হাঁটেনি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরও সেই অবস্থান থেকে সরে আসেনি রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জরিমানা আদায়ের পক্ষপাতী ছিলেন না কখনই। অথচ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেই মাস্ক ছাড়া বাইরে বের হলে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে।
আরও পড়ুন: খেজুরিতে শুভেন্দুর পোস্টারে ঘাসফুল প্রতীক, বরফ গলার ইঙ্গিত!
কোভিডের বাড়বাড়ন্ত রুখতে ২৪ ঘণ্টা আগেই আট রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তালিকায় নাম ছিল পঞ্জাবেরও। দিল্লির ঘরে-ঘরে যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে তাতে তা অবিলম্বে আয়ত্বে আনা জরুরি। নইলে সমুহ বিপদ অপেক্ষা করে রয়েছে। বিশেষজ্ঞদের এহেন রিপোর্টের পরই মোদীর বৈঠক, উপর্যুপরি মুখ্যমন্ত্রী অমরিন্দরের এই সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে, তবে কি ফের একবার লকডাউনের পথে হাঁটতে চলেছে একাধিক রাজ্য!