Rahul Gandhi: ‘জানি, বাংলায় কংগ্রেসকে শেষ করেছে তৃণমূলই’, বৈঠকে রাহুল গান্ধীর বড় কথা

বুধবারের বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতারা অভিযোগ করেন, তৃণমূল সন্ত্রাস চালিয়ে কীভাবে কংগ্রেসের সংগঠন শেষ করেছে এবং শেষ করার চেষ্টা চালাচ্ছে। সম্মানজনক জোটের সওয়ালও করে এসেছেন বঙ্গের নেতারা। কংগ্রেসের সংগঠন তৃণমূল শেষ করছে, সে কথা রাহুল গান্ধী মেনেও নিয়েছেন বলে জানা গিয়েছে। তা মেনে নিয়েই তিনি প্রদেশ কংগ্রেস নেতাদের কাছে কী করা উচিত তা জানতে চেয়েছেন।

Rahul Gandhi: 'জানি, বাংলায় কংগ্রেসকে শেষ করেছে তৃণমূলই', বৈঠকে রাহুল গান্ধীর বড় কথা
রাহুল গান্ধীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 11:29 PM

নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে গোটা দেশে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের চেষ্টা চালাচ্ছে বিরোধী শিবির। তবে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গঠন হলেও আসন সমঝোতা বা নির্বাচনী রণকৌশল নিয়ে এখনও অনেক পথচলা বাকি রয়েছে বিরোধী জোটের। তা নিয়ে দোলাচলও রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের কথাই ধরা যাক। এ রাজ্যের শাসক তৃণমূল এবং দুই বিরোধী কংগ্রেস-সিপিএম রয়েছে ইন্ডিয়া জোটে। জাতীয় স্তরে জোট বেঁধে লড়াইয়ের কথা হলেও বাংলায় কংগ্রেস-সিপিএমের সঙ্গে তৃণমূলের জোট আদেও কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে। বুধবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিলেন বঙ্গের কংগ্রেস নেতারা। সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে মারফত জানা যাচ্ছে। এমনকি বঙ্গে কংগ্রেসর ধ্বংসের পিছনে তৃণমূলের হাত রয়েছে, সেই অভিযোগও হাইকম্যান্ডের কাছে করেছেন প্রদেশ কংগ্রেসের নেতারা। এ বিষয় নিয়ে রাহুলও যে অবগত তাও জানা গিয়েছে সূত্র মারফত।

বুধবারের বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতারা অভিযোগ করেন, তৃণমূল সন্ত্রাস চালিয়ে কীভাবে কংগ্রেসের সংগঠন শেষ করেছে এবং শেষ করার চেষ্টা চালাচ্ছে। সম্মানজনক জোটের সওয়ালও করে এসেছেন বঙ্গের নেতারা। কংগ্রেসের সংগঠন তৃণমূল শেষ করছে, সে কথা রাহুল গান্ধী মেনেও নিয়েছেন বলে জানা গিয়েছে। তা মেনে নিয়েই তিনি প্রদেশ কংগ্রেস নেতাদের কাছে কী করা উচিত তা জানতে চেয়েছেন। সূত্রের খবর রাহুল বৈঠকে বলেছেন, “আমরা জানি কংগ্রেসের সংগঠনকে বাংলায় তৃণমূল শেষ করছে। কিন্তু সামনে লোকসভা ভোট। লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। সেক্ষেত্রে কী করা উচিত?”

পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বারা কংগ্রেসের ক্ষতির বিষয়টি জেনেও আপাতত কিছু করতে পারছে না কংগ্রেস হাইকম্যান্ড। কারণ জাতীয় স্তরে বিজেপি বিরোধী ঐক্যের প্রসঙ্গ। বিজেপি বিরুদ্ধে লড়াইয়ের আগে কিছু ক্ষেত্রে কংগ্রেস যে উভয় সঙ্কটে তা বুঝিয়ে দিচ্ছে কংগ্রেসের বুধবারের বৈঠকই।