রাহুল গান্ধীকে ‘নার্ভাস’ বললেন বারাক ওবামা

TV9 বাংলা ডিজিটাল: রাহুল গান্ধী (Rahul Gandhi) একজন ‘নার্ভাস’ মানুষ। নিজের ধারণাগুলো গুছিয়ে উঠতে পারেননি। অন্যকে খুশি করার চেষ্টা করলেও তা করে ওঠা তাঁর জন্য কঠিন হয়ে যায়। এভাবেই নিজের ‘অ্যা প্রমিসড ল্যান্ড’ আত্ম স্মরণিকায় সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা সম্পর্কে লিখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। মার্কিন মসনদে থাকার সুবাদে সে সময় (২০০৯-২০১৭) […]

রাহুল গান্ধীকে 'নার্ভাস' বললেন বারাক ওবামা
Follow Us:
| Updated on: Nov 13, 2020 | 12:05 PM

TV9 বাংলা ডিজিটাল: রাহুল গান্ধী (Rahul Gandhi) একজন ‘নার্ভাস’ মানুষ। নিজের ধারণাগুলো গুছিয়ে উঠতে পারেননি। অন্যকে খুশি করার চেষ্টা করলেও তা করে ওঠা তাঁর জন্য কঠিন হয়ে যায়। এভাবেই নিজের ‘অ্যা প্রমিসড ল্যান্ড’ আত্ম স্মরণিকায় সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা সম্পর্কে লিখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)।

মার্কিন মসনদে থাকার সুবাদে সে সময় (২০০৯-২০১৭) বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিত্বকে খুব কাছে থেকে জানার সুযোগ হয়েছিল ওবামার। সেই সব স্মৃতিগুলিকেই নিজেই আত্মজীবনীমূলক বই ‘অ্যা প্রমিসড ল্যান্ড’-এ তুলে ধরেছেন তিনি।

২০১৭ সালে রাহুল গান্ধীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্টের। ওবামা লিখেছেন, ”রাহুল গান্ধী একটু নার্ভাস প্রকৃতির। ঠিক যেন সেই ছাত্রটি যিনি অন্যকে মুগ্ধ করতে সবরকম চেষ্টা করেন, কিন্তু প্যাশন, পারদর্শীতা, যোগ্যতার অভাবে তা করে উঠতে পারেন না।”

২০১৭ সালের ডিসেম্বরে ওবামা-রাহুল সাক্ষাৎ হয়। রাহুল গান্ধী সেই ছবিও টুইটারে শেয়ার করেছিলেন। লিখেছিলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ হল। খুবই ভাল লেগেছে ওঁর সঙ্গে কথা বলে। আবারও সাক্ষাতের ইচ্ছা রইল।’ সেই ওবামাই তাঁর আগামী বইয়ে রাহুলকে ‘নার্ভাস’ বলে চিহ্নিত করেছেন। তাঁর রাজনৈতিক দক্ষতা নিয়েও প্রশ্ন উস্কে দিয়েছেন।

রাহুল গান্ধীর পাশাপাশি মনমোহন সিংহকে নিয়েও সে বইয়ে ওবামা লিখেছেন। মনমোহন সিংহর ‘নিষ্ঠা’য় মুগ্ধ হয়েছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি ‘ফিজিক্যালি আনরিমার্কেবল’ বলে মন্তব্য করেছেন। একদম শিকাগোর কঠিন ‘স্ট্রিট স্মার্ট’ বসের মতো। ওবামার বইয়ে উল্লেখ রয়েছে জো বাইডেনেরও। তাঁর কলমে বাইডেন ‘সৎ,ভদ্রলোক’।

আগামী ১৭ নভেম্বর বইটি প্রকাশিত হওয়ার কথা। ৭৬৮ পাতার এই বইয়ের পরতে পরতে উন্মোচিত হবে বিশ্বের তাবড় নেতাদের সম্পর্কে ওবামার অনুভূতি। তবে রাহুল গান্ধীকে নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য ইতিমধ্যেই হইচই ফেলেছে।