Foodie Rahul Gandhi: কার হাতের রান্না সেরা? জানালেন রাহুল

দিন কয়েক আগেই পুরানো দিল্লির মাতিয়া মহল এলাকায় গিয়েছিলেন রাহুল। সেখানে বিখ্যাত শরবতের দোকানে গিয়ে শরবতে চুমুক দেন তিনি। তারপর সেখানে একটি দোকান থেকে ফল, এমনকি বাঙালি মার্কেট থেকে ফুচকাও খান তিনি।

Foodie Rahul Gandhi: কার হাতের রান্না সেরা? জানালেন রাহুল
রাহুল গান্ধী। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 6:50 PM

নয়া দিল্লি: তিনি খাদ্যরসিক। সময়-সুযোগ পেলেই বিভিন্ন ধরনের খাবার চেখে দেখেন। তাই কার হাতের রান্না বেশি ভাল, তা ভালভাবে অনুভব করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মা, সনিয়া গান্ধী (Sonia Gandhi), বোন, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra) থেকে বর্ষীয়ান রাজনীতিক লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) হাতের তৈরি রান্নাও চেখে দেখেছেন রাহুল। আর এবার তাঁর মতে শ্রেষ্ঠ রাঁধুনি কে, তা প্রকাশ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। শুধু তাই নয়, দৈনিক খাদ্যাভ্যাস থেকে তাঁর পছন্দের খাবারও জানালেন রাহুল।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের রান্নার একটি শোয়ে রাহুলের ইন্টারভিউয়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োটিতেই তাঁর মতে শ্রেষ্ঠ রন্ধনশিল্পীর নাম জানালেন রাহুল। তিনিই জানান, বর্ষীয়ান রাজনীতিক লালুপ্রসাদ যাদব অসাধারণ রান্না করেন। পাশাপাশি তাঁর মা সনিয়া গান্ধী এবং বোন, প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও খুব ভাল রান্না করেন বলে জানান রাহুল। তবে সকলের ঊর্ধ্বে মায়ের রান্নাই ‘সর্বোত্তম’ বলে মনে করেন সনিয়া-তনয়। তাঁর কথায়, “আমার মা সবচেয়ে ভাল রান্না করেন।” যদিও বোন প্রিয়ঙ্কা সেই রান্না ‘পছন্দ করেন না’ বলেও অকপটে জানিয়েছেন রাহুল। তবে তাঁর মতে, প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীই ‘রান্নায় ১ নম্বর’।

ইউটিউবে এই ইন্টারভিউয়ে নিজের পছন্দের খাবার থেকে দৈনিক খাদ্যাভ্যাসের কথাও জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি জানান, সকালে কফি এবং রাতে চা পছন্দ করেন। এছাড়া ভারতীয় মিষ্টি, ফরাসি মিষ্টি পদ থেকে স্পাইসি খাবারও রাহুলের বিশেষ পছন্দের। তবে মিষ্টি আর স্পাইসি খাবারের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হলে স্পাইসি খাবারটিই তিনি তুলবেন বলে জানিয়েছেন। আবার বাঙালি খাবার থেকে ফুচকা রাহুলের খুবই প্রিয়।

কথায়-কথায় পদচ্যুত কংগ্রেস সাংসদ সম্প্রতি মাতিয়া মহল মার্কেট ঘুরে দেখার কথা জানিয়েছেন রাহুল গান্ধী। অকপটে তিনি জানান, দিন কয়েক আগেই পুরানো দিল্লির মাতিয়া মহল এলাকায় গিয়েছিলেন রাহুল। সেখানে বিখ্যাত শরবতের দোকানে গিয়ে শরবতে চুমুক দেন তিনি। তারপর সেখানে একটি দোকান থেকে ফল, এমনকি বাঙালি মার্কেট থেকে ফুচকাও খান তিনি। এছাড়া সময়-সুযোগ পেলেই দিল্লির জনপ্রিয় খাবারের দোকানগুলিতে ঢুঁ মারেন বলেও জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।

প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে বিতর্কের জেরে কারাদণ্ডের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধী সাংসদ পদ খুইয়েছেন। লোকসভা হাউসিং কমিটির নির্দেশ মেনে শুক্রবার সরকারি বাংলো হস্তান্তর করেছেন গত শুক্রবার। ফলে এখন দলীয় কাজে মনোনিবেশ করার পাশাপাশি অনেকটাই সময় রয়েছে প্রাক্তন কংগ্রেস সাংসদের। তাই এখন পছন্দের খাবারের দিকেই মনোনিবেশ করছেন খাদ্যরসিক রাহুল।