Road Accident: জিপের সঙ্গে লরির ধাক্কা, রাজস্থানে মৃত অন্তত ৭, আহত ১০

পুলিশ জানিয়েছে, রতনপুর সীমানার কাছে দিল্লি-মুম্বই হাইওয়েতে ঘটেছে এই ঘটনা। দুর্ঘটনার জেরের ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছে। এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল তা জানা যায়নি।

Road Accident: জিপের সঙ্গে লরির ধাক্কা, রাজস্থানে মৃত অন্তত ৭, আহত ১০
লরির ধাক্কা জিপেImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 6:35 PM

দুঙ্গারপুর: মহারাষ্ট্রের পর রাজস্থান। রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৭ জনের। আহত হয়েছেন ১০ জন। রবিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের দুঙ্গারপুর জেলায়। একটি জিপ এবং লরির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, রতনপুর সীমানার কাছে দিল্লি-মুম্বই হাইওয়েতে ঘটেছে এই ঘটনা। দুর্ঘটনার জেরের ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছে। এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল তা জানা যায়নি। দুর্ঘটনা নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, লরির ব্রেক ফেল করাতেই এই দুর্ঘটনা ঘটেছে।

মহারাষ্ট্রের সমৃদ্ধি হাইওয়েতেও ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি মিনিবাস দ্রুত গতিতে যাওয়ার সময় পিছন থেকে কন্টেনারে ধাক্কা মারে। সেই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ২৩ জন বাসযাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।