Telangana Assembly Election: ৪০০ টাকায় মিলবে এলপিজি সিলিন্ডার, ভোটের মুখে প্রতিশ্রুতি তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর
KCR: মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের লাকি বিধানসভা চেন্দ্রটি হল, তেলঙ্গানার সিদ্দিপেট জেলার হাসনাবাদ। রবিবার বিকালে সেখানেই নির্বাচনী প্রচারে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন কেসিআর। নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, বিআরএস সরকারে এলে সমস্ত যোগ্য পরিবারকে ৪০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেবে তাঁর দল।
হায়দরাবাদ: ভোট বড় বালাই! তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের (Telangana Assembly Election) দিন ঘোষণা হতেই জোরকদমে প্রচার শুরু করেছে শাসক ও বিরোধী পক্ষ। বিআরএস সরকারের বিরুদ্ধে যখন দুর্নীতি ও পরিবারবাদের অভিযোগ তুলে প্রচার শুরু করেছে বিজেপি, তখন মসনদ ধরে রাখতে জনদরদী প্রকল্পকেই হাতিয়ার করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও (KCR)। বিআরএস পুনরায় সরকার গঠন করলে রাজ্যবাসীকে ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার থেকে ৯৩ লাখ টাকার স্বাস্থ্যবিমা দেওয়ার ঘোষণা করলেন তিনি।
মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের লাকি বিধানসভা চেন্দ্রটি হল, তেলঙ্গানার সিদ্দিপেট জেলার হাসনাবাদ। রবিবার বিকালে সেখানেই নির্বাচনী প্রচারে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন কেসিআর। নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, বিআরএস সরকারে এলে সমস্ত যোগ্য পরিবারকে ৪০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেবে তাঁর দল। সমস্ত যোগ্য ভোটারদের ১৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া রাজ্যের বিপিএল-ভুক্ত ৯৩ লাখ পরিবারকে ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করার প্রতিশ্রুতি দিয়েছেন কেসিআর। এছাড়া প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা ২,০১৬ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আবার দলিত বন্ধু প্রকল্পের অধীনে ব্যবসা শুরু করতে বা কৃষিকাজে বিনিয়োগের জন্য তেলঙ্গানার দলিত পরিবারদের ১০ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া প্রত্যেককে মাথার ছাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। এদিন জনসভা থেকে তিনি বলেন, হায়দরাবাদে ডবল বেড রুমের ১ লাখ ঘর তৈরি হবে। সবমিলিয়ে, এদিন একেবারে কল্পতরুর ভূমিকায় অবতীর্ণ হন মুখ্যমন্ত্রী কেসিআর।
প্রসঙ্গত, আগামী মাসে ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন হবে। এর মধ্যে তেলঙ্গানায় নির্বাচন আগামী ৩০ নভেম্বর। এক দফাতেই নির্বাচন হবে এবং ভোট গণনা হবে আগামী ৩ ডিসেম্বর। ১১৯টি আসনবিশিষ্ট তেলঙ্গানা বিধানসভার ১১৫টি আসনে প্রার্থী দিয়েছে বিআরএস।