Gehlot on Modi: ‘বর্তমানে দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে,’ প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব গেহলটের

Ashok Gehlot : ১৯৭৫ সালের জরুরি অবস্থা নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি মঙ্গলবার বলেছেন যে দেশে বর্তমানে একটি অঘোষিত জরুরি অবস্থা রয়েছে।

Gehlot on Modi: 'বর্তমানে দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে,' প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব গেহলটের
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 11:31 PM

জয়পুর : ১৯৭৫ সালের জরুরি অবস্থা নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি মঙ্গলবার বলেছেন যে দেশে বর্তমানে একটি অঘোষিত জরুরি অবস্থা রয়েছে। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেহলট বলেছেন, “আজ দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। এমনকি বর্ষীয়ান বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নেতা লালকৃষ্ণ আদবানিও সরকার গঠনের পর একই ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) এর চাপের পর তিনি চুপ হয়ে যান।”

সংসদে গতকাল প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস না থাকলে জরুরি অবস্থা থাকত না। ভারত রাজবংশীয় শাসন থেকে মুক্ত হয়ে যেত এবং বিদেশী মানসিকতার দ্বারা প্রভাবিত না হয়ে স্বদেশীর পথে হাঁটত। কংগ্রেস না থাকলে গরিবরা বিদ্যুৎ ও জল পেত।” এর পাল্টা জবাবে গেহলট বলেছেন, “এটা বোঝানোর দরকার কী ছিল?…সবাই জানে জরুরি অবস্থা ছিল। এর কারণ কী ছিল, কী কী ঘাটতি ও সাফল্য ছিল—এটা গবেষণার বিষয় হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী যখন বলেন যে তিনি গত ৭০ বছরে যে ভুলগুলি ঘটেছে তা উন্মোচন করবেন, যদি তিনি এটাই চান, তবে কখন (তিনি) ইতিহাস তৈরি করবেন।” তিনি আরও বলেন, “গোটা দেশ জানে জরুরি অবস্থা জারি হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং তারপরে তৎকালীন সরকারকে যেতে হয়েছিল।”

রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন, সংসদে মোদীর বক্তৃতা দুর্ভাগ্য়জনক ছিল। তিনি বলেছেন, “আজ হিংসা, অস্থিরতা, উত্তেজনা এবং অবিশ্বাসের পরিবেশ রয়েছে – এই অভিযোগগুলি আমরা এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) সরকার এবং বিজেপি, এবং আরএসএস এবং মোদীর বিরুদ্ধে করছি। কিন্তু উল্টে তাঁরা বলছেন আমরা নাকি মানুষকে উস্কে দিচ্ছি। কংগ্রেস সবসময়ই অহিংসা, ত্যাগ ও সত্যে বিশ্বাসী।” তিনি বলেছেন, কংগ্রেস স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও ত্যাগ স্বীকারের জন্য পরিচিত – সেই কারণেই আজ দেশ এক, বৈচিত্রের মধ্যে ঐক্য।

গেহলট অভিযোগ করেছেন,“আপনারা (বিজেপি) ভুল করেছেন। সেই কারণে হঠাৎ লকডাউন হয়েছিল এবং হঠাৎ নোটবন্দি হয়েছিল…ব্যাঙ্কের বাইরে বিশাল লাইন ছিল এবং সেই লাইনে দাঁড়িয়ে অনেকেই মারা গিয়েছিলেন।” এদিকে বিজেপির মুখপাত্র মুকেশ পারেক বলেছেন, কংগ্রেস জাতি, ধর্ম এবং কৃষকদের নামে ক্রমাগত উস্কানি দিচ্ছে। তিনি বলেছেন, “তারা দেশে অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছে। ভিত্তিহীন অভিযোগ করে তাঁরা জনগণকে বিভ্রান্ত করছে, যা অযৌক্তিক। যেখানেই নির্বাচন হচ্ছে জনগণ কংগ্রেসকে শিক্ষা দিচ্ছে। অভিযোগ করার পরিবর্তে, তাঁদের আত্মদর্শন করা উচিত কেন তাঁরা জনগণ তাঁদের প্রত্যাখ্যান করছে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা