CM Ashok Gehlot: কী কাণ্ড, ৮ মিনিট ধরে পুরনো বাজেট পড়লেন মুখ্য়মন্ত্রী! হুলুস্থুলু বিধানসভায়
Rajasthan: তবে কেন ভুল বাজেট পড়েন অশোক গেহলট, কীভাবেই বা তিনি গত বছরের বাজেট পত্র নিয়ে বিধানসভায় চলে এলেন, সে সম্পর্কে এখনও অবধি কিছু জানা যায়নি। কংগ্রেসের তরফেও এই বিষয়ে কোনও সাফাই দেওয়া হয়নি।
জয়পুর: এ কী কাণ্ড! বিধানসভায় বাজেট পড়তে গিয়ে মুখ পুড়ল মুখ্য়মন্ত্রীর। আসন্ন অর্থবর্ষের জন্য় নতুন বাজেট পড়ার বদলে পুরনো বাজেট পড়লেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। এরপরই বিধানসভা তোলপাড় হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা (BJP MLA)। তাদের অভিযোগ, মুখ্য়মন্ত্রী ছাড়া অন্য কারোর বাজেট পত্র আনার অধিকার নেই। সেখানেই মুখ্যমন্ত্রী ভুল বাজেট পড়তেই সরকারি আধিকারিকরা ছোটেন নতুন বাজেটপত্র আনতে। এতে হিসাবমতো বাজেট লিক হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই কাণ্ডে মুখ পুড়েছে কংগ্রেসের (Congress)।
আজ, শুক্রবারই রাজস্থানে দীর্ঘ প্রতীক্ষিত রাজ্য বাজেট পেশ করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বাজেট পাঠ করতে ওঠেন। কিন্তু ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটের বদলে তিনি ভুল করে গত বছরের বাজেট পড়তে শুরু করেন। শহরতলির কর্মসংস্থান ও কৃষিবাজেট পাঠও করেন তিনি। বাজেটে দুটি ঘোষণা করার পরই বিরোধী দল বিজেপির বিধায়করা বুঝতে পারেন যে গতবছরের বাজেটপত্রই পড়ছেন মুখ্য়মন্ত্রী গেহলট। এরপরই তারা হইচই শুরু করেন। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা।
বিধানসভার স্পিকার সিপি জোশী বিধানসভায় শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানালেও বিরোধীরা ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন। আধ ঘণ্টার জন্য় মুলতুবি করে দেওয়া হয় বিধানসভা। পরে ফের বাজেট অধিবেশন শুরু হলেও বিজেপি বিধায়করা ওয়েলে বসে বিক্ষোভ দেখান। শেষে অধিবেশন বাতিল করে দিতে হয়।
তবে কেন ভুল বাজেট পড়েন অশোক গেহলট, কীভাবেই বা তিনি গত বছরের বাজেট পত্র নিয়ে বিধানসভায় চলে এলেন, সে সম্পর্কে এখনও অবধি কিছু জানা যায়নি। কংগ্রেসের তরফেও এই বিষয়ে কোনও সাফাই দেওয়া হয়নি। তবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, “আপনারা (বিরোধী দল) আমার হাতে থাকা বাজেটের লেখা ও বিধানসভায় দেওয়া বাজেটপত্রের কপির মধ্যে পার্থক্য তুলে ধরতে পারেন। কিন্তু আমার বাজেট কপিতে যদি অতিরিক্ত কয়েকটি পেজ যোগ করে দেওয়া হয়, তবে তা কী করে বাজেট লিক হতে পারে?”
#WATCH | Rajasthan State Assembly proceedings disrupted as the Opposition alleges that CM Ashok Gehlot presented old budget today
This budget cannot be presented. Was it leaked?: BJP leader Gulab Chand Kataria pic.twitter.com/Ns4jCrVoYY
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) February 10, 2023
বিজেপি নেত্রী তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বলেন, “একজন মুখ্যমন্ত্রী বিধানসভায় বাজেটপত্র না দেখে, না পড়েই চলে এসেছেন। এতেই বোঝা যায় তিনি কীভাবে রাজ্য চালাচ্ছেন। এই রাজ্যকে অবশ্যই ভোগান্তি পোহাতে হবে। মুখ্যমন্ত্রী আট মিনিট ধরে ভুল বাজেট পড়ে গেলেন। ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। আমিও মুখ্যমন্ত্রী ছিলাম। দুই থেকে তিনবার বাজেট পড়েছি। প্রত্যেকবারই আমি যাবতীয় নথি চেক করে নিয়েছি বাজেটপত্র হাতে নেওয়ার আগে। একজন মুখ্য়মন্ত্রী যিনি এত বড় নথি যাচাই না করেই বিধানসভায় চলে আসতে পারেন, পুরনো বাজেট পড়ে ফেলতে পারেন, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এমন ব্যক্তির হাতে রাজ্য় কতটা সুরক্ষিত।”