৩ বছর অবধি সাজার ক্ষেত্রে যথাসম্ভব গ্রেফতারি এড়ানোর নির্দেশ রাজস্থান পুলিশের

তিন বছর অবধি সাজা হতে পারে, এমন অপরাধের ক্ষেত্রে যথাসম্ভব গ্রেফতারি এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৩ বছর অবধি সাজার ক্ষেত্রে যথাসম্ভব গ্রেফতারি এড়ানোর নির্দেশ রাজস্থান পুলিশের
একটি সংবাদপত্রের সম্পাদক সন্দীপ শর্মা ও সাংবাদিক সুনীল ব্রারের নামে এফআইআর দায়ের করা হয়েছেপ্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: May 20, 2021 | 11:27 AM

জয়পুর: করোনা সংক্রমণকালে জেলে বন্দিরাও রেহাই পাচ্ছেন না। এই পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে যথা সম্ভব গ্রেফতারি এড়ানোর নির্দেশ দিয়েছিল রাজস্থান হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই বুধবার রাজস্থান পুলিশের তরফে এই প্যানডেমিক পরিস্থিতিতে যথা সম্ভব গ্রেফতারি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সাজা তিন বছর অবধি জেল হতে পারে। তবে বড় অপরাধের ক্ষেত্রে আপাতত গ্রেফতারির নিয়মে কোনও বদল আনা হয়নি।

রাজস্থান পুলিশের নির্দেশিকায় অপরাধ শাখার এডিজি  রবি প্রকাশ জানিয়েছেন, রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৭ জুলাই অবধি যেকোনও পরিস্থিতিতেই যেন তিন বছর অবধি সাজা হতে পারে, এমন অপরাধের ক্ষেত্রে যেন গ্রেফতার না করা হয়।
গত ১৭ মে হাইকোর্ট ভারতীয় দণ্ডবিধির ৪৫৭, ৩৫৪ ও তথ্য প্রযুক্তি আইনে অভিযুক্ত থান সিং (২৫) নামক এক যুবককে অগ্রিম জামিন দেওয়ার সময় এই রায় ঘোষণা করেন বিচারপতি পঙ্কজ ভাণ্ডারী। বিচারপতিরা বলেন, “বর্তমান প্যানডেমিক পরিস্থিতি, লকডাউন ও নানা নিয়মবিধিতে এমনিতেই  কর্মীসংখ্যা সীমিত। পুলিশকে লকডাউনের নিয়ম মানানোর পাশাপাশি এই নির্দেশও দেওয়া হচ্ছে যে  পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি তিন বছরের সাজা হতে পারে, এমন কোনও অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তকে আগামী ১৭ জুলাই অবধি গ্রেফতার না করতে।”
আদালতের এই নির্দেশের প্রেক্ষিতেই রাজস্থান পুলিশের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তবে বড় কোনও অপরাধের ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেফতারিতে কোনও বাধা নেই বলেই জানা গিয়েছে।